পুয়ের্তো রিকোর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি হওয়ার কথা ছিলো শিকাগোর সোলজার ফিল্ডে। তবে শিকাগোতে বর্তমানে অভিবাসী দমন অভিযানের বিরুদ্ধ বিক্ষোভ চলছে। সেখানে হেলিকপ্টার ব্যবহার করে হামলা করা হচ্ছে। এমনকি সাধারণ নাগরিক ও স্থানীয় নেতাদের গ্রেপ্তারের ঘটনা নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
এমন বিক্ষোভের মুখে আর্জেন্টিনা ও পুয়ের্তো রিকোর ম্যাচটি শিকাগো থেকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে মায়ামিতে। তবে এ ম্যাচটি অনুষ্ঠিত হতে ইন্টার মায়ামির চেজ স্টেডিয়ামে।
আরও পড়ুন: ইতিহাসের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার রোনালদো, মেসির সম্পদের পরিমান কত
তবে গুঞ্জন আছে, মেসি শেষ পর্যন্ত এই দুই ম্যাচের একাদশে থাকবেন কি না। এ ব্যাপারে অবশ্য আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনিও কিছু পরিষ্কার করে বলেননি। তার প্রধান লক্ষ্য খেলোয়াড়দের সম্ভাব্য চোটের ঝুঁকি এড়িয়ে নতুনদের বাজিয়ে দেখা।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্ক্যালোনি বলেছেন, ‘আমরা ওর (মেসি) সঙ্গে এবং অন্য সবার সঙ্গে কথা বলবো। কাউকে নিয়েই ঝুঁকি নেওয়ার সুযোগ নেই। যার সামান্য চোটও আছে, যেমন হুয়েভো (মার্কোস অ্যাকুনিয়া) তাদের নিয়ে আমরা কোনো ঝুঁকি নেব না। তবে যারা পুরোপুরি ফিট, তারা অবশ্যই খেলবে।’
আরও পড়ুন: ফিফার দুই কমিটিতে তাবিথ ও কিরণ
স্ক্যালোনির পরিকল্পনা যারা মূলত জাতীয় দলে খুব বেশি সুযোগ পান না, তাদের পরীক্ষা করে দেখা। এছাড়া প্রথমবারের মতো যাদের ডাকা হয়েছে, তাদের সামর্থ্য-ই বা কতটুকু, সেটিও যাচাই করে দেখতে চান লিওনেল স্ক্যালোনি।
]]>