বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে সেলেসাওরা।
আগামী ২১ মার্চ ঘরের মাঠে কলম্বিয়াকে আতিথেয়তা দেবে ব্রাজিল। এরপর ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মাঠে খেলতে যাবে সেলেসাওরা।
ম্যাচ দুটিকে সামনে রেখে গত শনিবার (১ মার্চ) ৫২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিলেন কোচ দরিভাল জুনিয়র। সেখান থেকে ২৯ জনকে ছাটাই করে চূড়ান্ত দল ঘোষণা করলো পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
প্রাথমিক সে দলে ৯ বছর পর জায়গা করে আলোচনায় এসেছিলেন অস্কার। কিন্তু চূড়ান্ত দলে জায়গা হয়নি চাইনিজ লিগ থেকে গত জানুয়ারিতে সাও পাওলোতে যোগ দেয়া এ মিডফিল্ডারের। তবে আল হিলাল ছেড়ে সান্তোসে ফিরে ঠিকই কোচের মন জয় করে নিয়েছেন নেইমার। ২০২৩ সালে অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইনজুরিতে পড়ে ছিটকে যাওয়ার পর ১৬ মাস পর ফিরলেন তিনি।
আরও পড়ুন: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে থাকছে নতুন চমক
এদিকে চূড়ান্ত দলে জায়গা হয়নি লুকাস পাকেতার। বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড এন্দরিকও। তবে ঠিকই জায়গা করে নিয়েছেন ১৭ বছর বয়সী উইঙ্গার এস্তেভাও উইলিয়ান। আর ৬ মাস পর ফিরেছেন সেন্টার ফরোয়ার্ড জোয়াও পেদ্রো।
১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ১০ দলের মধ্যে পাঁচে অবস্থান করছে ব্রাজিল। সরাসরি ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিতে হলে মার্চ উইন্ডোর ম্যাচ দুটিতে ভুল করা যাবে না সেলেসাওদের।
ব্রাজিলের ২৩ সদস্যের চূড়ান্ত দলে যারা আছেন-
গোলরক্ষক: অ্যালিসন, বেন্তো ও এডারসন
ডিফেন্ডার: দানিলো, গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস, গিলহের্মে অ্যারানা, লিও ওর্টিজ, মারকুইনহোস, মুরিলো, ভ্যান্ডারসন, ওয়েসলি
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, গেরসন, জোয়েলিনটন, ম্যাথিয়াস কুনহা ও নেইমার জুনিয়র
ফরোয়ার্ড: এস্তেভাও, জোয়াও পেদ্রো, রাফিনিয়া, রদ্রিগো, স্যাভিনহো ও ভিনিসিউস
আরও পড়ুন: মেসিকে কেন মারতে চেয়েছিলেন মার্সেলো?