আরব আমিরাতকে উড়িয়ে দিল বাংলাদেশের নারীরা

১ দিন আগে
সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বড় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। সাইফুল বারী টিটুর শিষ্যরা ৩-০ গোলের ব্যবধানে ম্যাচটি জিতেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে দুবাইতে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশের মেয়েরা। ম্যাচের প্রথমার্ধেই দুই গোল করে জয়ের ভিত গড়ে দেয় বাংলাদেশ। বিরতির পর দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে তারা। দলের হয়ে জোড়া গোল করেন আলপি আক্তার এবং অন্য গোলটি করেন সুরভী আক্তার প্রীতি।


আরও পড়ুন: বাঁশি বাজার আগ মুহূর্তে গোল হজম করে হারল বাংলাদেশ 

 

May be an image of 7 people, people playing soccer, people playing football and textআমিরাতের বিপক্ষে জোড়া গোল করেছেন আলপি আক্তার। 


সংযুক্ত আরব আমিরাতে এটি ছিল বাংলাদেশের মেয়েদের টানা দ্বিতীয় জয়। এর আগে নিজেদের প্রথম প্রীতি ম্যাচে সিরিয়াকে একই ব্যবধানে হারিয়েছিল তারা।


অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বের প্রস্তুতি হিসেবে এই দুটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এবার তারা জর্ডানের উদ্দেশে দুবাই ছাড়বে। সেখানে ১৩ অক্টোবর স্বাগতিক জর্ডানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ অক্টোবর তাদের প্রতিপক্ষ চাইনিজ তাইপে।

]]>
সম্পূর্ণ পড়ুন