আরও সহজ হচ্ছে মেট্রোতে যাতায়াত, ব্যাংকের কার্ডে দেয়া যাবে ভাড়া

২ সপ্তাহ আগে
মেট্রোরেলে যাতায়াত ব্যবস্থা আরও সহজ করতে যাচ্ছে কর্তৃপক্ষ। নতুন এ ব্যবস্থার নাম ইউনিভার্সেল টিকেটিং সিস্টেম (ইউটিএস)। ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার (পাঞ্চ) করেও ভাড়া পরিশোধ করা যাবে। এছাড়া একক যাত্রায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও ভাড়া পরিশোধের সুযোগ থাকবে।

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা যায়, নতুন এই ব্যবস্থা চালু করতে অন্তত ছয় মাস লাগবে। নতুন টিকিট ব্যবস্থা-ইউটিএস চালুর জন্য এরইমধ্যে প্রাথমিক দরপত্র আহ্বান করা হয়েছে। ৩০টির মতো প্রতিষ্ঠান এতে আগ্রহ দেখিয়েছে। এখন তাদের কাছ থেকে কারিগরি ও আর্থিক প্রস্তাব চাওয়া হবে।

 

সূত্রে আরও জানা যায়, ব্যবস্থাটি চালু করতে ডিএমটিসিএল বিনিয়োগ করবে না। যন্ত্রপাতি বসানো, সফটওয়্যার স্থাপন ও লেনদেন সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ঠিকাদারি প্রতিষ্ঠান। টিকিট বেচার অর্থ থেকে একটা অংশ ঠিকাদারকে দেয়া হবে। তা কত হবে এখনো ঠিক হয়নি। ঠিকাদারদের কাছ থেকে পাওয়া দরপ্রস্তাবের ওপর এটি নির্ভর করবে।

 

অবশ্য বর্তমানে চালু থাকা র‍্যাপিড ও এমআরটি পাস এবং একক যাত্রার কার্ডও কার্যকর থাকবে।

 

আরও পড়ুন: এবার মেট্রোরেলের যাত্রীদের মাস্ক পরার পরামর্শ

 

মঙ্গলবার (২৪ জুন) ডিএমটিসিএলের পরিচালক (পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা নতুন প্রবেশপথ ও বহির্গামী গেট ব্যবহার এবং সহজে টিকিট সংগ্রহের নতুন ব্যবস্থা চালুর জন্য দরপত্র আহ্বান করেছি, যা স্টেশনে যাত্রীদের চাপ কমাবে। প্রতিটি স্টেশনে চারটি অতিরিক্ত সহজ প্রবেশপথ স্থাপন করা হবে, যার মধ্যে দুটি প্রবেশপথ এবং দুটি বহির্গামী গেট হবে।’

 

তিনি আরও বলেন, ‘এ সব কার্যক্রম সম্পন্ন করতে সময় লাগবে। কারণ কর্তৃপক্ষ ইউটিএসের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং সফ্টওয়্যার ইনস্টলের জন্য একটি গ্রহণযোগ্য দরদাতার সঙ্গে চুক্তি স্বাক্ষর করবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন