শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ সকাল থেকে আকাশ কুয়াশাচ্ছন্ন রয়েছে। বইছে ঠান্ডা বাতাস। ঠান্ডা বাতাসের কারণে জনজীবনের শীত অনুভূত হচ্ছে। প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে কম বের হচ্ছে। খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেয়ার চেষ্টা করছেন তারা। খেটে খাওয়া আর ছিন্নমূল মানুষগুলো বেশি বিড়ম্বনায় পড়েছেন। ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। সড়কে মানুষের উপস্থিতিও কম।
আরও পড়ুন: পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের তীব্রতা
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ।
]]>