গত বছরের নভেম্বরে এরিক টেন হ্যাগ বরখাস্ত হলে স্পোর্টিং লিসবন থেকে গিয়ে ইউনাইটেডের দায়িত্ব নেন আমোরিম। ওই মৌসুমে একটুর জন্য অবনমন হয়নি ইউনাইটেডের। দল মৌসুম শেষ করে লিগ টেবিলের ১৫ নম্বরে থেকে। এবার পরিস্থিতি থেকে খুব একটা উত্তরণ হয়নি। লিগে ৭ ম্যাচের মধ্যে জয় যতটায়, হারও সেই ৩টিই, ড্র হয়েছে এক ম্যাচ। ফলস্বরূপ ইউনাইটেড আছে টেবিলের ১০ নম্বরে।
লিগের বাইরে ইউনাইটেড এবার কারাবো কাপে গ্রিমসবাই টাউনের কাছে হেরেছে। গ্রিমসবাই টাউন খেলে চতুর্থ সারির লিগে। সব মিলিয়েই তাই আমোরিমের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ছে। এই পারফরম্যান্স দিয়ে মালিকপক্ষকে কি খুশি রাখতে পারছেন তিনি? না পারলে ইউনাইটেড কি তাকে বরখাস্ত করার কথা ভাবছে?
আরও পড়ুন: মিশরকে বিশ্বকাপের টিটিক এনে দিলেন সালাহ
গত বছর ইউনাইটেডের ২৫ শতাংশ মালিকানার জন্য ১.২৫ বিলিয়ন পাউন্ড খরচ করেছিলেন স্যার জিম র্যাটক্লিফ। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ হাজার ৭শ’ কোটি টাকা। আমোরিমের ভবিষ্যতের প্রশ্নটি উঠেছিল তার সামনে। র্যাটক্লিফ বলেন, ‘আমোরিম এখনও সেরা মৌসুম কাটায়নি... কিন্তু গত তিন বছর সে দুর্দান্ত ছিল, সেটা প্রমাণ করতে হবে।’
আমোরিমের ভবিষ্যৎ নিয়ে সমর্থক ও নিন্দুকরা তো প্রশ্ন করেনই, প্রশ্ন উঠে সংবাদ মাধ্যমেও। সংবাদ মাধ্যমের প্রশ্ন তোলার বিষয়টি বুঝে আসে না র্যাটক্লিফের। ‘আমি বুঝি না! ইংলিশ মিডিয়া রাতারাতি সাফল্য চায়... তারা মনে করে এটা একটা বাতির সুইচ। আপনি সাময়িক প্রতিক্রিয়া ধরে ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাব চালাতে পারবেন না...।’