ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, প্রেক্ষাগৃহে নতুন সিনেমা মুক্তির আগে বৃহস্পতিবার (২০ জুন) আয়োজন করা হয়েছিল আমির খান অভিনীত ‘সিতারে জামিন পার’ ছবির প্রিমিয়ার শো। অনুষ্ঠানে বলিউডের প্রায় সব তারকাই উপস্থিত ছিলেন।
আমির খানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে প্রিমিয়ার শোতে যোগ দেন মেগাস্টার শাহরুখ খান ও সালমান খান। আর সেখানেই অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় সালমানকে। প্রিমিয়ার শোয়ের নিরাপত্তা ব্যবস্থা কঠোর হলেও এক অচেনা ব্যক্তি নিরাপত্তা ভেঙে সালমানের খুব কাছাকাছি চলে আসেন।

সে মুহূর্তের ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তা দেখে সালমান ভক্তরা উদ্বেগ প্রকাশ করেছেন। নিরাপত্তা প্রোটোকল নিয়েও উঠেছে গুরুতর প্রশ্ন। যদিও সালমানের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা দ্রুত পরিস্থিতি সামাল দেন এবং ওই ব্যক্তিকে সরিয়ে নেন।
আরও পড়ুন: একসঙ্গে আমির ও শাহরুখ খান, ভিডিও ভাইরাল
২০১৮ সাল থেকে ভারতীয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের কাছ থেকে লাগাতার খুনের হুমকি পাচ্ছেন সালমান খান। যে কারণে রাষ্ট্রীয়ভাবে ব্যক্তিগত ও জনসমাগমপূর্ণ অনুষ্ঠানে অভিনেতাকে বিশেষ নিরাপত্তা দিচ্ছে ভারত সরকার। কিন্তু সে কঠোর নিরাপত্তা ভেঙে অচেনা ব্যক্তির সালমানের এত কাছে চলে আসার বিষয়টি ভাবিয়ে তুলেছে সংশ্লিষ্টদের। তবে তাৎক্ষণিক এই ঘটনায় মেজাজ হারাননি বলিউড ভাইজান খ্যাত সালমান খান।
আরও পড়ুন: মৃত্যুর ৭ দিন পর পাকিস্তানি অভিনেত্রীর মরদেহ উদ্ধার
প্রসঙ্গত, ২০০৭ সালের হিট সিনেমা 'তারে জমিন পার'-এর সিক্যুয়েল ‘সিতারে জমিন পার’। আরএস প্রসন্ন পরিচালিত সিনেমাটি শুক্রবার (২০ জুন) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এ সিনেমায় আমির খানের বিপরীতে অভিনয় করেছেন জেনেলিয়া ডি'সুজা। অভিনয়ে আরও রয়েছেন আরুষ দত্ত, গোপী কৃষ্ণ বর্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনসালি, আশিস পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র, সিমরন মঙ্গেশকর প্রমুখ।
]]>