আমিরাতের জয়ে সবার আগে সুপার ফোরে ভারত

৩ সপ্তাহ আগে
এশিয়া কাপের ‘এ’ গ্রুপের ম্যাচে ওমানকে ৪২ রানের বড় ব্যবধানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এই হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হলো ওমানের। অন্যদিকে সুপার ফোর নিশ্চিত হয়ে গেছে ভারতের।

গ্রুপ পর্বে ২ ম্যাচের ২টিতেই জয় পেয়েছে ভারত। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে পাকিস্তান। সংযুক্তর আরব আমিরাতের পয়েন্টও ২, তবে রান রেটের হিসেবে তারা আছে টেবিলের ৩ নম্বরে।  

 

সোমবার (১৫ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে আগে আমিরাতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ওমান। আগে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭২ রান তোলে আরব আমিরাত। আলিশান শারাফু করেন ৩৮ বলে ৫১ রান, অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম করেন ৫৪ বলে ৬৯ রান। 

 

আরও পড়ুন: নিজাকতের ফিফটিতে শ্রীলঙ্কার বিপক্ষে চ্যালেঞ্জিং পুঁজি হংকংয়ের

 

লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ওমানের। ৪.৩ ওভারের মধ্যে ৩২ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় ওমান। ষষ্ঠ উইকেটে ৩৬ বলে ৩৮ রানের জুটি গড়েন আরিয়ান বিশত ও ভিনায়ক শুক্লা। কিন্তু সেটি জয়ের জন্য যথেষ্ট ছিল না। 

 

৩২ বলে ২৪ রান করেন বিশত, ১০ বলে ২০ রান করেন ওপেনার যতীন্দর। শেষ পর্যন্ত ১৮.৪ ওভারে ১৩০ রানে অলআউট হয় ওমান। আমিরাতের হয়ে ২৩ রান খরচায় ৪ উইকেট শিকার করেন জুনায়েদ সিদ্দিকী। 

 

এর আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় সংযুক্ত আরব আমিরাত। উদ্বোধনী জুটিতে ৮৮ রান যোগ করেন দুই ওপেনার আলিশান শারাফু ও মুহাম্মদ ওয়াসিম। শারাফুকে ফিরিয়ে এই জুটি ভাঙেন জিতেন রামানান্দি। 

 

আরও পড়ুন: এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন আফগান পেসার

 

তিন নম্বরে নেমে সুবিধা করতে পারেননি আসিফ খান। আউট হয়েছেন ৫ বলে ২ রান করে। মুহাম্মদ জোহাইব আউট হয়েছেন ১৩ বলে ২১ রান করে। ইনিংসের শেষ ওভারে রান আউট হয়ে ফেরেন অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। 

 

শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৭২ রানের পুঁজি পায় আমিরাত। হার্শিত কৌশিক অপরাজিত থাকেন ৮ বলে ১৯ রান করে। ওমানের হয়ে ২ উইকেট শিকার করেছেন জিতেন। ১টি করে উইকেট নিয়েছেন হাসনাইন শাহ ও শ্রীভাস্তভা।

]]>
সম্পূর্ণ পড়ুন