ওয়াশিংটনের অডি ফিল্ডে পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করেছে জুভেন্টাস। পুরো ম্যাচে বড় কোনো সুযোগই তৈরি করতে পারেনি আরব আমিরাতের ক্লাবটি। অপরদিকে ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে কোণঠাসা করে রেখেছে আল আইনকে।
ম্যাচের প্রথম হাফে চারটি এবং দ্বিতীয় হাফে একটি গোল করেছে জুভেন্টাস। গোলের শুরুটা হয় ফরাসি স্ট্রাইকার কোলো মুয়ানির পা থেকে। এগারো মিনিটে জুভেন্টাসকে এগিয়ে দেন তিনি। ২১ মিনিটে কনসেসাও এবং ৩১ মিনিটে ইল্ডিজের গোলে ৩-০ তে লিড পায় তুরিনের বুড়িরা।
আরও পড়ুন: সিটির জয়ের রাতে হোঁচট খেল রিয়াল
প্রথমার্ধে বাড়ানো সময়ের চতুর্থ মিনিটে নিজের দ্বিতীয় এবং জুভেন্টাসের চতুর্থ গোল করেন মুয়ানি। দ্বিতীয় হাফেও আক্রমণের পসরা সাজিয়ে বসেছিল জুভেন্টাস। তবে ৫৮ মিনিটে কনসেসাও'র গোল ছাড়া আর জালের দেখা পায়নি জুভেন্টাসের ফুটবলাররা। ফলে ৫-০ গোলের জয় দিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ মিশন শুরু করল জুভেন্টাস।
এদিকে 'এইচ' গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রিয়ার ক্লাব সালজবার্গ এবং মেক্সিকান ক্লাব সিএফ পাচুকা। পাচুকাকে ২-১ গোলে হারিয়েছে সালজবার্গ।