আমিরাতে চার নতুন ভিসা চালু, পুরনো নিয়মে বড় পরিবর্তন

১ দিন আগে
নতুন চার ভিসা চালুসহ ভিসার নিয়মে ব্যাপক পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এই পদক্ষেপের প্রধান উদ্দেশ্য হলো বিশ্বজুড়ে থাকা মেধাবী মানুষ, বিশেষজ্ঞ এবং ব্যবসায়ীদের আমিরাতের প্রতি আকর্ষিত করা।

আরব আমিরাতের পরিচয়, নাগরিকত্ব, শুল্ক ও বন্দর নিরাপত্তা বিভাগ (আইসিপি) নতুন চারটি ভিজিট ভিসা চালুর ঘোষণা দিয়েছে। এর পাশাপাশি পরিবর্তন করা হয়েছে বেশ কিছু পুরনো ভিসার মেয়াদ, শর্ত ও নিয়মও।

 

এই পদক্ষেপের প্রধান উদ্দেশ্য হলো বিশ্বজুড়ে থাকা মেধাবী মানুষ, বিশেষজ্ঞ এবং ব্যবসায়ীদের আমিরাতের প্রতি আকৃষ্ট করা। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি, পর্যটন ও বিনোদন খাতকে চাঙ্গা করাই এর মূল লক্ষ্য।

 

দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটির (আইসিপি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশটির প্রবেশ ভিসা নীতিমালায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন সংযোজনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

আরও পড়ুন: আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে যা জানাল আবুধাবির বাংলাদেশ দূতাবাস

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বের প্রতি সংযুক্ত আরব আমিরাতের উন্মুক্ত দৃষ্টিভঙ্গি এবং প্রযুক্তি—বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, বিনোদন এবং পর্যটন খাতে প্রতিভা, দক্ষতা ও উদ্যোক্তাদের আকৃষ্ট করার প্রচেষ্টারই অংশ এই পদক্ষেপ।

 

এই নতুন নিয়মকানুনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, যেন যারা আমিরাতে থাকতে, কাজ করতে বা ব্যবসা করতে চান তাদের জন্য সবকিছু সহজ হয়। এর ফলে মানুষের জীবনযাত্রার মান বাড়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। বিশ্ব দরবারে দেশটি আরও এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

 

নতুন চার ভিজিট ভিসা

 

  • কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশেষজ্ঞদের জন্য: প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানের স্পন্সর পেলে এ খাতের বিশেষজ্ঞরা একক বা একাধিকবার ভ্রমণের জন্য নির্দিষ্ট সময়ের ভিসা পাবেন।

 

  • বিনোদন ভিসা: যারা বিনোদনের জন্য আমিরাত ভ্রমণ করবেন তারা এই ভিসা পাবেন।

 

আরও পড়ুন: বিশেষ ‘কে ভিসা’ চালু করছে চীন, কারা আবেদন করতে পারবেন?

 

  • অনুষ্ঠান ভিসা: উৎসব, প্রদর্শনী, সম্মেলন বা সাংস্কৃতিক, অর্থনৈতিক, খেলাধুলা সংক্রান্ত যেকোনো ধরনের অনুষ্ঠানে অংশ নিতে এই ভিসা দেয়া হবে। তবে অনুষ্ঠানের আয়োজক (সরকারি বা বেসরকারি) প্রতিষ্ঠানের চিঠি লাগবে।

 

  • ক্রুজ জাহাজ কর্মীদের ভিসা: ক্রুজ জাহাজে যারা পর্যটকদের নিয়ে আসেন, তাদের জন্য একাধিকবার প্রবেশের সুযোগসহ ভিসা দেয়া হবে। এক্ষেত্রে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানকে জামিনদার হতে হবে এবং ভ্রমণের বিস্তারিত পরিকল্পনা জমা দিতে হবে।

 

সূত্র: খালিজ টাইমস

]]>
সম্পূর্ণ পড়ুন