বেশ কিছুদিন ধরেই ইনজুরির সমস্যায় ভুগছেন তাসকিন আহমেদ। চিকিৎসা নিতে যেতে হয়েছিল ইংল্যান্ডে। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে মাঠে ফিরলেও পুরো ছন্দে ছিলেন না ডানহাতি এই পেসার। নিজেই জানালেন, ধীরে ধীরে ছন্দ ফিরে পাচ্ছেন তিনি।
সিলেটের উইকেট অনেকটা ব্যাটিং সহায়ক। এমন উইকেটে ম্যাচ খেলা বেশ চ্যালেঞ্জিং ছিল। তবে তাসকিন বললেন, এইটা বাংলাদেশের সেরা উইকেট। ‘ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল, বাংলাদেশের এটাই সেরা উইকেট। ম্যাচ চ্যালেঞ্জিং ছিল। প্রথম ম্যাচে জয় পেয়েছি, ভালো লাগছে।’
আরও পড়ুন: জয়ের পর ইমন-সাইফ-তাসকিনদের প্রশংসা করলেন লিটন
উইকেট ব্যাটিং সহায়ক থাকলেও এখানে পরিস্থিতি বুঝে বল করলে যে উইকেটও পাওয়া যায়, তা তাসকিন দেখিয়ে দিয়েছেন। ৪ ওভার বল করে একাই নিয়েছেন ৪ উইকেট। ‘আমি পরিস্থিতি বুঝে বল করেছি, যখন যেটা প্রয়োজন ছিল সেটাই করেছি। টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো কিছুই হতে পারে, কন্ডিশন বুঝে বল করেছি ভালো হয়েছে।’
ইনজুরির সমস্যা থাকায় তাসকিনকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। সামনে এশিয়া কাপ, তাই তাসকিনকে গ্যাপ দিয়েই খেলাচ্ছে টিম ম্যানেজমেন্ট। তাসকিন বললেন, ‘ইনজুরি থেকে ফিরেছি ম্যানেজমেন্ট বিষয়টা জানে। তাই তারা গ্যাপ দিয়ে খেলাচ্ছে, সামনে এশিয়া কাপ।’
তাসকিন বলেন, ‘আমি সব মুহূর্তের চ্যালেঞ্জ নিতে চাই, ভালো-খারাপ থাকবেই, এটার সঙ্গে মানিয়ে নিতে পারাটা আসল ব্যাপার। বোলারদের জন্য এটা কঠিন কন্ডিশন, ডিউ (কুয়াশা) ফ্যাক্টর ছিল, বোলাররা কঠিন চ্যালেঞ্জ নিয়ে বল করেছে, এশিয়া কাপের আগে আমি মনে করে এটা ভালো প্রস্তুতি হচ্ছে।’
আরও পড়ুন: বলের হিসাবে তৃতীয় সর্বোচ্চ বড় জয় পেল বাংলাদেশ
অনেক দিন পর রানের দেখা পেয়েছেন লিটন দাস। তার রানে ফেরাটা যে দলের জন্য ভালো ব্যাপার, তা-ও স্বীকার করলেন তাসকিন। ‘লিটনের রান করা আমাদের জন্য ভালো, ও রানে ফিরছে এটা ভালো লাগছে। পাওয়ার হিটিংয়েও সবার ইম্প্রুভ হচ্ছে। জুলিয়ান উড বেশিদিন হয়নি যে এসেছে, কিন্তু কয়েক দিনে তার পরিকল্পনা কাজে দিয়েছে।’
তাসকিন বলেন, ‘আমরা ডমিনিটিং ক্রিকেট খেলেছি, সবাই সবার জায়গা থেকে ভালো খেলেছে তাই ভালো জয় পেয়েছি। আমাদের প্ল্যান ছিল শুরুতে রান তোলা, টপ অর্ডার রান করেছে, লিটন ভালো খেলেছে, ভালো জয় এসেছে। সবাই সবার জায়গা থেকে সেরাটা দেয়ার চেষ্টা করেছে, অনুশীলনে সর্বোচ্চ দিচ্ছে তার ফল পাচ্ছে। এমনভাবে চললে আমরা আরো ভালো করবো।’
]]>