আমি নিজেই নিজের পথ তৈরি করতে চাই—রোনালদোর সঙ্গে তুলনা প্রসঙ্গে ইয়ামাল

২ সপ্তাহ আগে
গ্লোব সকার অ্যাওয়ার্ড-এ বেস্ট ফরোয়ার্ডের পুরস্কার জিতেছেন লামিনে ইয়ামাল। ১৮ বছরের স্প্যানিশ ফুটবলারের সঙ্গে ইতোমধ্যে মেসি-রোনালদের সঙ্গে তুলনাও শুরু হয়ে গেছে। তবে কিংবদন্তি ফুটবলারদের সঙ্গে নিজের তুলনা করাটা মোটেও ভালোভাবে দেখছেন না ইয়ামাল। তিনি বলেছেন, কারও সঙ্গে কোনো তুলনা নয়—আমি নিজেই নিজের পথ তৈরি করতে চাই।

পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গেও অনেকেই ইয়ামালের তুলনা করেন। তবে রোনালদোর সঙ্গে নিজের তুলনা করাটা বোধহয় ইয়ামালের কাছে খুব একটা ভালো লাগেনি। 

 

দুবাইয়ে অনুষ্ঠিত ২০২৫ গ্লোব সকার অ্যাওয়ার্ডসে নিজের পুরস্কার গ্রহণ করছিলেন ইয়ামাল, তখন তার সামনের সারিতে বসে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ১৮ বছর বয়সী ইয়ামাল সেরা ফরোয়ার্ড এবং সেরা অনূর্ধ্ব-২৩ পুরুষ খেলোয়াড়ের পুরস্কার জেতেন। এরপর তার বক্তব্য শুনে মুগ্ধ হন রোনালদো। 

 

আরও পড়ুন: আলোচিত যত ফুটবলার অবসরে গেলেন

 

পুরস্কার গ্রহণের সময় ইয়ামালকে জিজ্ঞেস করা হয়, তিনি কাকে অনুসরণ করতে চান বা কার সঙ্গে তুলনা পছন্দ করেন। উত্তরে ইয়ামাল বলেন, ‘শেষ পর্যন্ত নিজেকে কারও সঙ্গে তুলনা না করাটাই ভালো। ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো খেলোয়াড়রা যা করেছেন, তা করেছেন নিজেদের মতো করে। আমিও আমার নিজের পথ নিজেই তৈরি করতে চাই।’ 

 

এই কথার পরই ক্যামেরা ঘুরে যায় রোনালদোর দিকে। ইয়ামালের কথা শুনে আল-নাসর তারকা হেসে উঠেন এবং মাথা নেড়ে স্পষ্টভাবে ইয়ামালের বক্তব্যের প্রতি সম্মতি জানান। তার এই স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়াকে অনেকেই সম্মান ও প্রশংসার প্রকাশ হিসেবে দেখছেন। 

 

আরও পড়ুন: গ্লোব সকার অ্যাওয়ার্ডে কে কী পেলেন

 

২০২৫ সাল ইয়ামালের জন্য দারুণ একটি বছর। বার্সেলোনার হয়ে লা লিগাসহ তিনটি শিরোপা জিতেছেন। স্পেন জাতীয় দলের হয়ে নেশন্স লিগের ফাইনালেও খেলেছিলেন, যদিও সেখানে রোনালদোর পর্তুগাল টাইব্রেকারে শিরোপা জিতে নেয়। 

 

অন্যদিকে, রোনালদোর জন্যও রাতটি ছিল স্মরণীয়। তিনি নিজেও ‘বেস্ট মিডল ইস্টার্ন প্লেয়ার’ এবং ‘টপ গোলস্কোরার অল টাইম’ নামের দুটি পুরস্কার জেতেন। 

 

এর আগেও রোনালদো প্রকাশ্যে ইয়ামালের প্রশংসা করেছেন। ইয়ামালকে ‘একজন ফেনোমেনন’ বলে আখ্যা দিয়ে সবাইকে অনুরোধ করেছিলেন, যেন এই তরুণ তারকার ওপর অযথা চাপ না দেওয়া হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন