আমি খেলার জন্য সবসময় প্রস্তুত: নাসুম

৩ সপ্তাহ আগে
এশিয়া কাপের প্রথম দুই ম্যাচ বেঞ্চে বসে দেখেছেন নাসুম আহমেদ। আফগানিস্তানের বিপক্ষে বাঁচামরার ম্যাচে সুযোগ পেয়েই জ্বলে উঠেছেন। দারুণ বোলিংয়ে টাইগারদের জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এখন সুপার ফোরে জায়গা পেতে আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ। তবে, শেষ পর্যন্ত সুপার ফোরের সমীকরণ মিলে গেলেও নাসুম আহমেদের ভাগ্য কতটুকু সুপ্রসন্ন হবে সেটা প্রশ্নসাপেক্ষ। ম্যাচ জেতানো পারফরম্যান্সেও যে একাদশে জায়গা পাওয়া নিশ্চিত নয় এই বাঁহাতির জন্য।

পাকিস্তান ও নেদারল্যান্ডস সিরিজের দুই ম্যাচে ৫ উইকেট নিয়েও এশিয়া কাপের প্রথম দুই ম্যাচ বেঞ্চে ছিলেন নাসুম আহমেদ। আফগানিস্তানের বিপক্ষে ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে শুরুতেই ফিরিয়েছেন সেদিকুল্লাহ আতাল ও ইবরাহিম জাদরানকে। পাওয়ারপ্লেতে আফগানদের রানের ঘোড়াকে লাগাম পরানোর কাজটা দারুণভাবে করেছেন নাসুম। বাংলাদেশকে বোলিংয়ে জয়ের পথটা এই বাঁহাতিই দেখিয়েছেন।


অথচ, এশিয়া কাপে বাংলাদেশ টিকে থাকলে পরের ম্যাচটা নাসুম খেলতে পারবেন কিনা তা নিশ্চিত নয়। এই বাঁহাতির তাতে থোড়াই কেয়ার। গতকাল (বুধবার) নাসুম জানিয়েছেন, নিয়মিত একাদশে জায়গা না পেলেও ঘুমহারা হন না তিনি, কারণ সুযোগ এলে মাঠে নেমে পারফর্ম করার জন্য তিনি সবসময় মানসিকভাবে প্রস্তুত থাকেন।

 

আরও পড়ুন: শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে নিরপেক্ষ বাংলাদেশ, তাকিয়ে আছে ভাগ্যের দিকে


আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে শেখ মেহেদীর জায়গায় সুযোগ পেয়েই ম্যাচসেরা হন নাসুম। নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে বসে থাকতে হয়েছিল তাকে। তবে দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়ে ১১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন তিনি। শ্রীলঙ্কা সিরিজ থেকে শুরু করে এ পর্যন্ত বাংলাদেশ ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও এর মধ্যে মাত্র চারটিতে একাদশে ছিলেন নাসুম।


শ্রীলঙ্কা সিরিজে দলে থাকলেও কোনো ম্যাচে খেলার সুযোগ পাননি। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেও ছিলেন বাইরে। শেষ ম্যাচে সুযোগ পেয়ে চার ওভার বল করে ২২ রানে নেন দুই উইকেট। প্রায় দুই বছর পর সেটিই ছিল তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ফেরা। ২০২৪ সাল থেকে এখন পর্যন্ত নাসুম সাদা বলের দুই ফরম্যাট মিলিয়ে মাত্র ছয়টি  ম্যাচ খেলেছেন।


বুধবার আবুধাবি থেকে দুবাই রওনা দেওয়ার আগে দলীয় হোটেলে সংবাদমাধ্যমকে নাসুম বলেন, 'আমি সবসময় খেলার জন্য প্রস্তুত থাকি, চেষ্টা করি সেরাটা দেওয়ার। কখনও কাজ হয়, কখনও হয় না। ফিরে এসে ম্যাচসেরা হওয়া—এটা আমার জন্য নতুন কিছু নয়। নেদারল্যান্ডসের বিপক্ষেও আমি ম্যাচসেরা হয়েছিলাম।'


আরও পড়ুন: আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড


তিনি আরও বলেন, 'সবকিছু নির্ভর করে দলের প্রয়োজনের ওপর, যা আমাদের পরিকল্পনা, কৌশল কিংবা প্রতিপক্ষের ভিত্তিতে নির্ধারিত হয়। এ কারণে মাঝে মাঝে কাউকে বসে থাকতে হয়। তবে এসব নিয়ে আমি চিন্তা করি না। আমরা মানসিকভাবে প্রস্তুত থাকি, যাতে সুযোগ পেলে ভালোভাবে পারফর্ম করতে পারি।'


গ্রুপ পর্বের তিন ম্যাচই খেলে ফেলেছে বাংলাদেশ। ৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে গ্রুপ 'বি'তে দ্বিতীয় স্থানে টাইগাররা। সুপার ফোরে জায়গা হবে কিনা–তা জানতে আজ রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে নাসুমদের। শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচে আফগানরা জয় না পেলেই সুপার ফোর নিশ্চিত হবে টাইগারদের। অথবা আফগানিস্তানকে বড় ব্যবধানে জয় পেতে হবে (আগে ব্যাট করলে ৭০ রান, পরে করলে ৫০ বল হাতে রেখে)। 

]]>
সম্পূর্ণ পড়ুন