আমার মাইগ্রেন আছে, আমার সাথে ভালো ব্যবহার করুন: জোভান

৬ দিন আগে
বেশ কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার কেন্দ্রে ছিলেন ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান। কারণ, ঈদের আগে নেটমাধ্যমে তার নাটকের কিছু ক্লিপ ছড়িয়ে পড়ে; যেখানে জোভানকে গায়কের চরিত্রে দেখা যায়। এবার এই জনপ্রিয় অভিনেতা ফেসবুকে লিখেছেন মাইগ্রেনের ব্যথা নিয়ে।

জোভান লিখেছেন, ‘আমার মাইগ্রেন আছে, আমার সাথে ভালো ব্যবহার করুন। আমরা ভালো থাকিই বা কয়দিন?’


তিনি আরও বলেন, ‘বেশি গরম পড়লে আমাদের মাথা ব্যথা করে আবার বেশি শীত পড়লেও মাথা ব্যথা করে! এখন বৃষ্টির সীজন। বৃষ্টির পানি মাথায় পড়লেও মাথা ব্যথা করে!’

 

আরও পড়ুন: প্রয়াত অভিনেত্রী শেফালির ছবি পোস্ট করে কী বললেন নিরব হোসেন?


জোভানের ভাষায়, ‘মাইগ্রেন রোদে গেলে বাড়ে, আগুনের তাপে বাড়ে, চোখে আলো পড়লে বাড়ে, খুব সাউন্ডে বাড়ে! একটু এদিক সেদিক হলেই ব্যথা এসে হাজির!’
 

সবশেষে বলেন, ‘তাই বলছি যাদের মাইগ্রেন আছে, তাদের একটু স্পেশাল কেয়ার করা উচিত! আমাদের জীবনে কিন্তু শান্তি খুব কম থাকে।’

 

আরও পড়ুন: ‘শত্রুপক্ষের দুঃখের দিন’ বলে রহস্যময় পোস্ট প্রভার


উল্লেখ্য, এই ঈদে মুক্তি পাওয়া জোভান অভিনীত নাটক ‘আশিকি’ এখনো আলোচনায়। শুধু তাই নয়, নানা আলোচনায় জড়ানো এই নাটকটি বেশি ভিউ হওয়া বাংলা নাটকের তালিকায় জায়গা করে নিয়েছে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন