রাজধানীর বনানীতে একটি প্রতিষ্ঠানের নতুন আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়ার সময় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাইয়ের কাছে নতুন তথ্য প্রকাশ করেন শাকিব। জানান, হানিয়া আমির তার ফিউচার হিরোইন।
সম্প্রতি নেট দুনিয়ায় প্রকাশ পেয়েছে রাফসান ও নতুন সিনেমা ‘সোলজার’র লুকে ধরা দেয়া শাকিব খানের ভিডিও। ওই ভিডিওতে দুই সেলিব্রেটিকে দেখা যায় নানা বিষয়ে কথা বলতে।
ভাইরাল ভিডিওতে রাফসানের সঙ্গে শাকিব (বামে)। ছবি: সংগৃহীত
৯ মিনিটের ওই ভিডিওতে শাকিব ও রাফসানের আলাপচারিতার এক পর্যায় ওঠে হানিয়া আমির প্রসঙ্গ। শাকিব রাফসানকে বলেন,
তোমার একটি ভ্লগ দেখলাম, আমার ফিউচার হিরোইন হানিয়া আমিরের সঙ্গে।
শাকিবরে মুখে এমন কথা শুনে চমকে যান রাফসান। এরপর লাজুক হাসি হেসে রাফসান শাকিব খানকে জিজ্ঞাসা করেন,
উনি কি আপনার সঙ্গে মুভি করছেন?
তখন জবাবে মেগাস্টার শাকিব খান বলেন,
হ্যাঁ, একটা মুভির কথা রয়েছে।
এ মুহূর্তের ভিডিও ক্লিপটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে শাকিব ভক্তদের মাঝে তৈরি হয় ব্যাপক উত্তেজনা। তারা আশা করছেন, নায়কের নতুন সিনেমাতেই দেখা মিলবে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের।
আরও পড়ুন: ইউটিউবে ‘রঙ্গনা’, ফেসবুকে যা জানালেন শাবনূর
প্রসঙ্গত, বর্তমানে ‘সোলজার’ ও ‘প্রিন্স’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঢালিউড চিত্রনায়ক শাকিব খান।
আরও পড়ুন: ‘সোলজার’ সিনেমায় গোঁফের রহস্য ফাঁস করলেন শাকিব খান
]]>
২ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·