আমার ছেলে রোনালদোর বড় ভক্ত: ট্রাম্প

১ সপ্তাহে আগে
হোয়াইট হাউজের এক নৈশভোজ অনুষ্ঠানে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে উপস্থিত হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেখানে উপস্থিত হওয়ার জন্য পর্তুগিজ তারকাকে ধন্যবাদ দিয়ে ট্রাম্প জানান, তার ছেলে রোনালদোর অনেক বড় ভক্ত।

মঙ্গলবার (১৮ নভেম্বর) হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে বান্ধবী জর্জিনা রদ্রিগেজসহ সাক্ষাৎ করেন রোনালদো। সে নৈশভোজে সৌদি যুবরাজ ছাড়াও বিশ্বের শীর্ষস্থানীয় অনেক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। টেসলা ও এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক এবং ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকেও সেখানে দেখা যায়।

 

রোনালদো সেখানে উপস্থিত হয়েছিলেন মূলত সৌদি আরবের একজন প্রতিনিধি হিসেবে। তিনি কূটনৈতিক ও ক্রীড়া বিনিয়োগে দেশটির হয়ে কাজ করছেন। আগামী বছরই মেক্সিকো ও কানাডার সহযোগী হিসেবে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। তাই ক্রীড়া বিশ্বে প্রভাবশালী ব্যক্তিত্বরাও এখন যুক্তরাষ্ট্রের নজরে।

 

আরও পড়ুন: ইতিহাস গড়ে বিশ্বকাপের টিকিট পেল কুরাসাও

 

ওই নৈশভোজে উপস্থিত হওয়ায় রোনালদোকে ধন্যবাদ জানান ট্রাম্প। তার ছোট ছেলে পর্তুগিজ তারকার বড় ভক্ত বলেও উল্লেখ করেন তিনি। আর এ তারকার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ছেলে কাছে আরেকটু বেশি সম্মান পাবেন বলেও মন্তব্য করেন তিনি।

 

ট্রাম্প বলেন, ‘আমার ছেলে রোনালদোর বড় ভক্ত। যাই হোক রোনালদো এখন এখানে। এবং ব্যারন তার সঙ্গে সাক্ষাৎ করতে পেরেছে। আমি মনে করি এখন সে তার বাবাকে আগের চেয়ে একটু বেশি শ্রদ্ধা করবে।’

 

আরও পড়ুন: শ্রীমঙ্গলে নিজ বাড়িতে গিয়ে উচ্ছ্বসিত শমিত, বরণ করে নিতে মানুষের ঢল

 

২০১৬ সালের পর এ প্রথম যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখলেন রোনালদো। ইউরোপীয় ক্লাব ফুটবল ছাড়ার পর বর্তমানে তিনি সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপে ৪০ বছর বয়সী এ ফুটবলার পর্তুগালের হয়ে প্রতিনিধিত্ব করবেন। সে সময় অবশ্য তার বয়স হবে ৪১ বছর।

 

]]>
সম্পূর্ণ পড়ুন