‘আমার চুলগুলো সব উধাও হয়ে গেছে’, টাইম ম্যাগাজিনে ছবি দেখে ক্ষেপলেন ট্রাম্প

১ সপ্তাহে আগে
টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে নিজের একটি দেখে বেজায় ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কারণ ছবিটি দেখে মনে হচ্ছে, তার চুলগুলো সব উধাও হয়ে গেছে।

বুধবার (১৫ অক্টোবর) এনডিটিভির প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়। 

 

ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, প্রচ্ছদে দেয়া ছবিটি আমার সর্বকালের সবচেয়ে খারাপ ছবি। তারা আমার চুল উধাও করে দিয়েছে। তারপর আমার মাথার উপরে এমন কিছু ভাসছে যা দেখতে ভাসমান মুকুটের মতো লাগছে। কিন্তু সেটা আবার এত ছোট যে, সত্যিই বেমানান। অদ্ভুত! আমি কখনই নীচের এই অ্যাঙ্গেল থেকে ছবি তুলতে পছন্দ করি না। এটি আসলেই খারাপ ছবির দিক থেকে সেরা। তারা কী করেছে এটা? কেনই বা করেছে।

 

আরও পড়ুন:মন্তব্য ট্রাম্পের / ‘আমি একটু কিউট, মনে হয় না স্বর্গে যেতে পারব’

 

ফেব্রুয়ারিতেও, ট্রাম্প টাইম ম্যাগাজিনের একটি ছবি ভালোভাবে নেননি। যেখানে তৎকালীন সরকার বিভাগের দক্ষতা প্রধান ইলন মাস্ককে ওভাল অফিসের রেজোলিউট ডেস্কে বসে থাকতে দেখা গেছে। 

 

টাইম ম্যাগাজিন কি এখনও টিকে আছে? আমি তা জানতাম না।’ 


‘হিজ ট্রায়াম্ফ’ শিরোনামে টাইমের সর্বশেষ প্রচ্ছদটি এমন এক সময় প্রকাশিত হয়েছে যখন ট্রাম্পকে গাজা যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময় চুক্তি বাস্তবায়নের জন্য কৃতিত্ব দেয়া হচ্ছে। যা ৭ অক্টোবর, ২০২৩ থেকে শুরু হওয়া ইসরাইল-হামাসের সংঘাত বন্ধ করে দেয়। 

 

কর্মকর্তারা জানান, সোমবার ২০ জন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেয়া হয়। যেখানে ইসরাইল প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দি এবং প্রায় ৩৬০ জন ফিলিস্তিনির দেহাবশেষ ফেরত দেয়।

 

আরও পড়ুন:‘আপনাকে সুন্দরী বললে আপত্তি নেই তো?’, মেলোনির প্রশংসায় ট্রাম্প


এর ফলে ইসরাইল ২০২৬ সালে ট্রাম্পকে নোবেল শান্তি পুরষ্কারে ভূষিত করার প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করে, বিশ্বজুড়ে একাধিক যুদ্ধের অবসানের দাবির জন্য তিনি এই বছর এই সম্মান আশা করেছিলেন। 

]]>
সম্পূর্ণ পড়ুন