শনিবার (৪ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর বালু মাঠে ইনসানিয়াত জেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ইমাম হায়াত বলেন, ‘আমি মানুষ হিসেবে মানবতাবিরোধী অপরাধনীতিকে, বস্তুবাদকে, অধর্ম ও উগ্রবাদকে ভোট দিতে পারি না। ইনসানিয়াতকে ভোট দেয়া আল্লাহ ও রসুলের পক্ষে থাকা। ইনসানিয়াতকে ভোট দেয়া মানে কারবালার পক্ষে ভোট দেয়া। সব মানুষকে ও দিনকে রক্ষা করার পক্ষে ভোট দেয়া। নিজের জীবনের অধিকার ও স্বাধীনতা রক্ষা করা। ইনসানিয়াতকে ভোট দেয়া মানে নিজেকে রক্ষা করা।’
তিনি বলেন, ‘মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়ার পক্ষে মানবতার রাজনীতি গ্রহণ করতে হবে। মানবতার রাজনীতি ছাড়া মানব জীবনে আর কোনো বৈধ রাজনীতি নেই। কল্যাণের রাজনীতি নেই। অধিকার ও স্বাধীনতার রাজনীতি নেই। মানবতার রাজনীতি ছাড়া সব রাজনীতি জীবন ও স্বাধীনতাকে ধ্বংস করার, অধিকার হরণ করার, লুটতরাজের, খুন-জুলুমের, মিথ্যা ও বাহবার রাজনীতি। আমরা সেগুলোকে সমর্থন করতে পারি না।’
আরও পড়ুন: কারখানার পরিত্যক্ত পণ্য কেনা নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট হাদিস বিশারদ ও তাফসিরকারক আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহসহ কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সমাবেশকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই সমাবেশ স্থলে বিপুলসংখ্যক নারী পুরুষসহ কেন্দ্রীয় এবং জেলা ইনসানিয়াত বিপ্লবের নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশটি মহাসমাবেশে পরিণত হয়।
]]>