আমাদের ভাবনায় এখন শুধুই বাংলাদেশ: শাহিন

১ সপ্তাহে আগে
এশিয়া কাপের সুপার ফোর পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। পরদিনই পাকিস্তানের বিপক্ষে খেলবে লিটন-তানজিদরা। তবে ভারত-বাংলাদেশ ম্যাচে যে দলই জিতুক না কেন, পাকিস্তানকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশের দিকেই। কারণ, আজ বাংলাদেশ জিতুক বা হারুক, পাকিস্তানকে ফাইনাল খেলতে হলে শেষ ম্যাচে টাইগারদের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই।

ভারতের বিপক্ষে বাংলাদেশ যদি আজ জিতে যায়, তাহলে তাদের পয়েন্ট হবে ৪। অন্যদিকে ভারত ও পাকিস্তানের পয়েন্ট হবে সমান ২ করে। সেক্ষেত্রে শেষ ম্যাচে ভারত যদি শ্রীলঙ্কাকে হারাতে পারে, আবার বাংলাদেশকে যদি পাকিস্তান হারিয়ে দেয়, তাহলে ভারত-পাকিস্তানের পয়েন্ট হবে সমান ৪ করে। সেক্ষেত্রে ভারত-পাকিস্তান ও বাংলাদেশের পয়েন্ট হবে সমান ৪ করে। তখন রান রেটে যে দুই দল এগিয়ে থাকবে তারাই চলে যাবে ফাইনালে। 

 

আবার ভারত যদি আজ জিতে যায়, সেক্ষেত্রেও পাকিস্তানকে বাংলাদেশের বিপক্ষে জিততেই হবে। কারণ ভারত আজ জিতলে তাদের পয়েন্ট হবে ৪, আর বাংলাদেশ ও পাকিস্তানের পয়েন্ট হবে ২ করে। সেক্ষেত্রে পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ রূপ নেবে অখিলিত সেমি-ফাইনালে। সে ম্যাচে যারা জিতবে তারাই চলে যাবে ফাইনালে। অন্যদিকে শ্রীলঙ্কার ফাইনালে যাওয়ার কোনো সুযোগই থাকছে না। 

 

আরও পড়ুন: সূর্যকুমারের মন্তব্যের প্রতিক্রিয়ায় শাহিন বললেন–দেখা যাবে কী হয়

 

অন্যদিকে আজ ভারত যদি হেরে যায়, তাহলে শ্রীলঙ্কার সামনে ফাইনালের একটা সুযোগ থাকবে। যদিও সেটি শুধুমাত্র কাগজে-কলমে। সে হিসেবে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কাকে জিততেই হবে। অন্যদিকে পাকিস্তানকেও বাংলাদেশের বিপক্ষে হারতে হবে। তাহলে বাংলাদেশের পয়েন্ট হবে ৬, আর ভারত-পাকিস্তান ও শ্রীলঙ্কার পয়েন্ট থাকবে সমান ২ করে। সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে এগিয়ে থাকতে হবে রান রেটে, যদিও সেটি প্রায় অসম্ভবই বলা যায়। কারণ এমনটা হলে ভারতের বিপক্ষে বিশাল ব্যবধানে জিততে হবে শ্রীলঙ্কাকে। 

 

অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা বেশ গুরুত্বের সাথেই দেখছে পাকিস্তান। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি বলেছেন, তাদের পুরো ফোকাস এখন শুধু বাংলাদেশ ম্যাচের দিকেই। 

 

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শাহিন আফ্রিদি বলেন, ‘আমাদের পরবর্তী ম্যাচ নিয়ে ভাবতে হবে। এই মুহূর্তে আমাদের সব মনোযোগ বাংলাদেশের দিকে, কীভাবে আমরা তাদের হারাতে পারি।’ 

 

আরও পড়ুন: ভারতের শক্তি-দুর্বলতা দেখিয়ে বাংলাদেশকে জয়ের টোটকা দিলেন মাঞ্জরেকার

 

এশিয়া কাপে আসার আগে বাংলাদেশ টানা তিনটি সিরিজ জিতেছে। তার মধ্যে একটি জিতেছে পাকিস্তানের বিপক্ষে। সেই কথা মনে করিয়ে দিয়ে আফ্রিদি বলেন, তার দলকে সব বিভাগেই সেরা হতে হবে। 

 

‘বাংলাদেশ ভালো দল, সম্প্রতি তারা খুব ভালো খেলছে। ভালো দলের সঙ্গে খেললে প্রথম ধাক্কাটা আপনাকে দিতেই হবে, সুযোগ দেওয়া যাবে না। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ফিল্ডিং, ব্যাটিং, বোলিং- তিন বিভাগেই ভালো খেলতে হবে।’ 

 

সুপার ফোরের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা খেলবে ভারতের বিপক্ষে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৮টায়।

]]>
সম্পূর্ণ পড়ুন