তিনি বলেন, বাংলাভাষীদের বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেয়া হচ্ছে। এরপরই রসিকতা করে অমর্ত্য সেন বলেন, তাকেও ঢাকায় ফেরত পাঠিয়ে দেয়ার একটা আশঙ্কা রয়েছে, কারণ তার পৈতৃক ভিটা ঢাকায়।
গত শুক্রবার (২২ আগস্ট) কলকাতায় তরুণদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এসব কথা বলেন ৯১ বছর বয়সি নোবেলজয়ী এই অর্থনীতিবিদ।
সম্প্রতি ভারতে বাংলা ভাষা ও বাংলাভাষীদের নিয়ে ক্ষমতাসীন গোষ্ঠীর তৎপরতা বেড়েছে। বিজেপি-শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষীদের হয়রানির অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: রাশিয়ার তেল কেনার বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করলেন জয়শঙ্কর
এ বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে অমর্ত্য সেন বলেন, বাঙালি ও পাঞ্জাবিসহ প্রতিটি সাংস্কৃতিক পরিচয়কেই সম্মান দিতে হবে।
অমর্ত্য সেন আরও বলেন, ‘আমি খবরের কাগজে দেখলাম, বাংলায় কথা বলার জন্য একজনকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয়েছে। এটা আমাকে কিছুটা উদ্বিগ্ন করেছে।’
তিনি অভিযোগ করেন, পেশাগত জায়গাতেও বাংলাভাষীরা প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন। সেখানে তাদেরকে অসম্মানিত হতে হচ্ছে।
আরও পড়ুন: ‘তৃণমূল যাবে, পরিবর্তন হবে’, মমতার সরকারকে আক্রমণ মোদির
এই অর্থনীতিবিদ বলেন, ‘আমি দাবি করছি না যে বাঙালি সংস্কৃতি ও সভ্যতা সেরা, কিন্তু আমাদের অবশ্যই বাংলা ভাষা, সংস্কৃতি ও সভ্যতার ইতিহাস তুলে ধরতে হবে। বাঙালি সংস্কৃতির প্রতি অবশ্যই সম্মান থাকতে হবে। তা না হলে প্রতিবাদ হওয়া দরকার।’