আমরা শত্রু থাকব না ভালো প্রতিবেশী হব তা ভারতকে সিদ্ধান্ত নিতে হবে: শেহবাজ

২ সপ্তাহ আগে
পাকিস্তান এবং ভারত প্রতিবেশী, সহাবস্থান ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তবে ভারত শত্রুতাপূর্ণ থাকবে নাকি ভালো প্রতিবেশী হবে তা ভারতকে সিদ্ধান্ত নিতে হবে। শনিবার (২০ সেপ্টেম্বর) এসব কথা বলেন শেহবাজ।

লন্ডনে প্রবাসী পাকিস্তানিদের সামনে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারতের সাথে যেকোনো আলোচনা হতে হলে তা অবশ্যই ন্যায্য হতে হবে। এ সময় বৈশ্বিক সংকট এবং পাকিস্তানের সাম্প্রতিক অর্জন সম্পর্কেও কথা বলেন।


শেহবাজ মনে করিয়ে দেন, পাকিস্তান ও ভারত চারটি যুদ্ধ করেছে, যার জন্য কোটি কোটি ডলার ব্যয় হয়েছে।

 

আরও পড়ুন:পাকিস্তান-সৌদি চুক্তিতে অন্য আরব দেশগুলোও আসতে পারবে?


এই অর্থ স্কুল, হাসপাতাল, রাস্তাঘাট এবং সাধারণ নাগরিকদের জীবনযাত্রার উন্নতিতে ব্যয় করা উচিত ছিল বলেও মন্তব্য শেহবাজের। 

 

তিনি জোর দিয়ে বলেন, কাশ্মীর সমস্যা সমাধান না করে ভারতের সাথে সম্পর্ক এগিয়ে যেতে পারে না।


মে মাসের সামরিক সংঘাতের ঘটনাকে কেন্দ্র করে শেহবাজ এই মন্তব্য করেন বলে ধারণা। 


২০২৫ সালের মে মাসে পহেলগাম হামলার সাথে জড়িত থাকার অভিযোগ তুলে পাকিস্তানে সামরিক অভিযান চালায় ভারত। এরপর ইসলামাবাদ পাল্টা হামলা চালালে সংঘাত তীব্র হয়ে ওঠে। কয়েকদিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে পৌঁছায় ভারত-পাকিস্তান। পহেলগাম হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হন।  


জিও নিউজে বলা হয়, ৮৭ ঘন্টার এই সংঘর্ষে উভয় দেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়  যা দুই দেশের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা জাগিয়ে তুলেছিল, অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে তা শেষ হয়।


এদিকে, পহেলগাম ঘটনার সাথে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই বলে তার অবস্থান পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী স্মরণ করেন যে তারা নয়াদিল্লিকে স্বচ্ছ তদন্তের প্রস্তাব দিয়েছিল। 

 

ভাষণে আন্তর্জাতিক সংকটের দিকে ফিরে তাকিয়ে তিনি বলেন, গাজায় অন্তত ৬৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

 

আরও পড়ুন:বাগরাম বিমান ঘাঁটি ইস্যুতে ট্রাম্পকে কড়া বার্তা চীনের

  

শেহবাজ আবারও জোর দিয়ে বলেন, পাকিস্তান ভারতের সাথে আলোচনা চায়, তবে কেবল সমান শর্তে। তিনি বলেন, ন্যায্যতা এবং শ্রদ্ধাই যেকোনো সংলাপের পথ দেখাবে।

]]>
সম্পূর্ণ পড়ুন