ফুরফুরে মেজাজে টিম বাংলাদেশ। একদিন আগেও যে টুর্নামেন্টে অনিশ্চিত ছিল ভবিষ্যত, সেখানে এখন নতুন জীবন পেল লিটন কুমার দাসের দল। তবে গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ম্যাচের অভিজ্ঞতাটা ভয়ংকর। কোনো বিভাগেই দাঁড়াতে পারেনি টিম বাংলাদেশ। অল্প কদিনের ব্যবধানে ঘুরে দাঁড়ানো সম্ভব তো? শন টেইট অবশ্য আত্মবিশ্বাসী।
সংবাদ সম্মেলনে টাইগারদের এ বোলিং কোচ বলেন, ‘এটা নতুন একটি দিন। এ ধরনের টুর্নামেন্টের সৌন্দর্য হচ্ছে দ্রুতই ম্যাচ খেলতে হয়। দ্রুতই ম্যাচ খেলার ফলে অতীত ভুলে যাওয়ার এটাই ভালো সুযোগ। যতটা সম্ভব পরের ম্যাচে মনোযোগ দেওয়ার সুযোগ থাকে।’
গ্রুপপর্বে শ্রীলঙ্কার বিপক্ষে খরুচে ছিলেন মোস্তাফিজ৷ সুপার ফোরের শুরুতে ফের লঙ্কানদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তবে এ ম্যাচে কাটার মাস্টারকে নিয়ে চিন্তা নেই পেস বোলিং কোচের।
তিনি বলেন, ‘তাকে ওত বেশি শেখানোর কিছু নেই। সে অভিজ্ঞ। ওর সঙ্গে কাজ করাটা উপভোগ করি। ও একজন ভালো নেতাও।’
আরও পড়ুন: সুপার ফোরে পরপর ২ দিন ২ ম্যাচ বাংলাদেশের, প্রতিক্রিয়ায় যা জানালেন কোচ
শেষ ৩ মাসে, এই নিয়ে পঞ্চমবারের মতো বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে শ্রীলঙ্কা। চার দেখায় দুই দলের জয়সংখ্যা সমানে সমান। একে অন্যের শক্তিমত্তা জানে, জানে দুর্বলতাও। তাই কাজে লাগাতে চাচ্ছেন দলটার ব্যাটিং কোচ থিলিনা কানদাম্বি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে গত তিন-চার মাসেই চার-পাঁচটা ম্যাচ খেলেছি। আমরা তাদের শক্তি ও দুর্বলতা জানি। আমি নিশ্চিত, আমাদের ছেলেরা ভালো লড়াই করবে। তারা খুব ভালো দল। আশা করছি, আমাদের ছেলেরা তাদের বিপক্ষে পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারবে।’
আরও পড়ুন: সুপার ফোরে বাংলাদেশের ম্যাচ কবে, কখন
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার (২০ সেপ্টেম্বর) ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
]]>