অনশনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘ ৩৭ দিন ধরে তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা করেছেন। এর মধ্যে পাঁচ দিন মহাসড়ক অবরোধ করে আন্দোলন চালান তারা। তবে সরকারের পক্ষ থেকে এখনও কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি।
তারা আরও জানান, সাধারণ মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে এখন থেকে তারা আমরণ অনশন চালিয়ে যাবেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।
আরও পড়ুন: চবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আরও একজন গ্রেফতার
অনশনরত ইংরেজি বিভাগের শিক্ষার্থী সেঁজুতি বলেন, ‘টানা ৩৭ দিন আন্দোলন ও রাস্তা অবরোধ করার পরও প্রশাসনের টনক নড়েনি। তাই আমরণ অনশন ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে। কোনো অঘটন ঘটলে তার দায়ভার সম্পূর্ণ প্রশাসনের নিতে হবে।’
অনশনরত আইন বিভাগের শিক্ষার্থী স্বাক্ষর বলেন, ‘আমরা চাই ইউজিসি আমাদের তিন দফা দাবি গ্রহণ করে কার্যকর করুক। আমরা জানি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন একদিনে সম্ভব নয়। কিন্তু এখন যদি কোনো কার্যক্রম হাতে না নেয়া হয়, তাহলে ভবিষ্যতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন সম্ভব হবে না।’
আরও পড়ুন: ‘ব্যর্থ প্রশাসনের’ পদত্যাগের দাবিতে চবি ছাত্রদলের মশাল মিছিল
গত ২৮ জুলাই থেকে তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ধারাবাহিক আন্দোলনের ৩৭তম দিনে এসে তারা আমরণ অনশনের পথ বেছে নেন।
]]>