আবেগে ভেসেছে খুলনায় ‘জুলাইয়ের মায়েরা’ সমাবেশ

৩ দিন আগে
জুলাই গণআন্দোলনের প্রামাণ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ। আন্দোলনের সেই রক্তাক্ত দিনগুলোর ভিডিওচিত্র দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন আহত ও নিহত পরিবার, ‘জুলাইয়ের মায়েরা’ এবং উপস্থিত ছাত্র প্রতিনিধিরা। স্মৃতিচারণ করতে গিয়ে কেউ কেউ অশ্রুসজল চোখে বলেন, তারা আজও হারানো স্বজনদের শূন্যতা ভুলতে পারেননি।

‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের শহীদ আলতাফ মিলনায়তনে শনিবার (২ আগস্ট) দুপুরে আয়োজিত হয় এ অভিভাবক সমাবেশ। 


খুলনা জেলা প্রশাসন ও কেসিসির সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয় অনুষ্ঠানটির আয়োজন করে।


প্রধান অতিথির বক্তব্যে খুলনার বিভাগীয় কমিশনার ও কেসিসির প্রশাসক মো. ফিরোজ সরকার বলেন, ‘জুলাই বিপ্লবের আগে দেশ ছিল ভয়াবহ দুর্যোগে। ছাত্র-জনতার গণআন্দোলনে তা বদলেছে, আর সেই পরিবর্তনের পেছনে রয়েছে তাজা রক্তের মূল্য।’ 

আরও পড়ুন: সাতক্ষীরায় ত্যাগ, সাহস আর বেদনার গল্প শোনালেন ‘জুলাইয়ের মায়েরা’

তিনি আরও বলেন, ‘স্বজন হারানোর ব্যথা কেবল ভুক্তভোগীরাই বোঝেন। যাদের আত্মত্যাগে আজকের বাংলাদেশ, তাদের প্রতি প্রকৃত সম্মান জানাতে হলে ‘জুলাই সনদ’ প্রণয়ন সময়ের দাবি।’


সমাবেশে বক্তব্য রাখেন শহীদ শেখ মো. সাকিব রায়হানের মা নুরুন নাহার বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ডি-সার্কেল) আবু সিদ্দিক শুভ্র, বিএনপি খুলনার সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, জুলাই যোদ্ধা সিরাজুল ইসলাম, গণঅধিকার পরিষদের সদস্য শেখ রাশিদুল ইসলাম, সাংবাদিক শেখ দিদরুল আলম, শিক্ষার্থী সাইফ নেওয়াজ ও ‘জুলাই কন্যা’ শামসুন নাহার নিশি।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের খুলনা জেলার উপপরিচালক সুরাইয়া সিদ্দিকা।

]]>
সম্পূর্ণ পড়ুন