পর্তুগিজ লিগে শনিবার (১৭ মে) বেনফিকার হয়ে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন ডি মারিয়া। তবে শেষটি হয়নি আশানুরূপ। লিগ জেতার খুব কাছাকাছি গিয়েও হতাশ হতে হয়েছে তাদের। ব্রাগার বিপক্ষে ১-১ গোলের সমতায় ম্যাচ শেষ হওয়ায় দুইয়ে থেকে লিগ শেষ করেছে তার দল। তাদের তুলনায় ২ পয়েন্ট বেশি নিয়ে পর্তুগিজ লিগের চ্যাম্পিয়ন হয়েছে স্পোর্টিং সিপি।
এত কাছে গিয়েও চ্যাম্পিয়নের স্বাদ না পাওয়ায় হতাশ ডি মারিয়াও। তিনি বলেন, ‘এটা সে ফলাফল নয়, যেটা আমরা চ্যাম্পিয়নশিপে চেয়েছিলাম। লক্ষ্যে পৌঁছাতে আমরা কঠোর পরিশ্রম করেছি। এটা বেশ কষ্ট দেয় যখন লম্বা একটি বছর এভাবে শেষ করতে হয়।’
আরও পড়ুন: গার্দিওলাকে ট্রফিহীন রেখে প্রথম মেজর শিরোপা জিতলো ক্রিস্টাল প্যালেস
এরপর ৩৭ বছর বয়সী এ উইঙ্গার পর্তুগিজ ক্লাব ছাড়ার বার্তা দিয়ে বলেন, ‘এ জার্সিতে এটা আমার শেষ লিগ ম্যাচ। এই জার্সি আবার পরতে পেরে আমি বেশ গর্বিত।’
এর আগে ২০০৭ থেকে ২০১০ মৌসুমে ক্লাবটির হয়ে খেলেছিলেন তিনি। এরপর রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি ও সবশেষ জুভেন্টাস হয়ে ২০২৩ সালে ফের বেনফিকায় আসেন।
অবশ্য বেনফিকার হয়ে এটিই তার শেষ ম্যাচ নয়। আগামী ২৫ মে পর্তুগাল কাপের ফাইনালে স্পোর্টিং সিপির মুখোমুখি হবে তার দল। এরপর জুন-জুলাইয়ে বেনফিকার হয়ে ফিফা ক্লাব বিশ্বকাপও খেলবেন আর্জেন্টাইন তারকা। এরপর ফ্রি হয়ে যাবেন তিনি।
আরও পড়ুন: টানা তৃতীয়বার আয়ের শীর্ষে রোনালদো, অবনতি মেসির
আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস বলছে, বেনফিকা পরবর্তী গন্তব্য হিসেবে তিনি ফিরে যেতে পারে শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে। আবার বেশকিছু ইউরোপীয় সংবাদ মাধ্যমের দাবি, তাকে দলে ভেড়াতে পারে মেসি-সুয়ারেজদের ইন্টার মায়ামি।