আবুল হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা

৪ সপ্তাহ আগে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় ও সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে প্রায় ২০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক।

রোববার (১৯ অক্টোবর) দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।  

 

তিনি বলেন, সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে প্রায় ২০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে। পাশাপাশি অর্থ লেনদেনে সন্দেহজনক তথ্য-প্রমাণ পাওয়ার দাবি করেছে সংস্থাটি। একইদিন সাভার উপজেলার আলোচিত সাবেক চেয়ারম্যান রাজীবের বিরুদ্ধেও মামলার অনুমোদন দিয়েছে কমিশন

 

আরও পড়ুন: এতিমদের কোটি টাকা আত্মসাৎ, দুদকের মামলা

 

আবুল হাসানাত আব্দুল্লাহ হলেন শেখ হাসিনার ফুফাতো ভাই। যিনি বরিশাল-১ আসন থেকে ৫ বার সংসদে প্রতিনিধিত্ব করেছেন। আওয়ামী সরকারের পতনের পর তার দুর্নীতি খুঁজতে মাঠে নামে দুদক

 

দুদক জানায়, তার বিরুদ্ধে ১৯ কোটি ৭১ লাখ টাকার অবৈধ সম্পদ ও বিভিন্ন ব্যাংকে ৮০ কোটি ৪৯ লাখ সন্দেহজনক লেনদেনের অভিযোগ মামলা পাওয়া গেছে।

 

এদিকে, আলোচিত সভার উপজেলার সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের বিরুদ্ধে দুই মামলার অনুমোদন দিয়েছে কমিশন। যেখানে প্রায় সাড়ে চার কোটি টাকার অবৈধ সম্পদ ও ১০৯ কোটি টাকার মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন