রোববার (৬ এপ্রিল) বিকেলে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদ হত্যার ঘটনাস্থল যান তিনি। কথা বলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে।
এসময় প্রধান বিচারপতি বলেন, ‘আবু সাইদ হত্যার সবকটি মামলা যাতে সঠিক বিচারিক প্রক্রিয়ায় সমাধানে পৌঁছায়। সেদিকেই সবাইকে সচেষ্ট হতে হবে।’
আরও পড়ুন: বিচার বিভাগ ক্ষমতার পূর্ণ পৃথকীকরণের কাছাকাছি: প্রধান বিচারপতি
তিনি বলেন, ‘ষাটের দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. শামসুজ্জোহা যেমন স্বাধীনতার প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন, ঠিক তেমনি বহু বছর পরে সেটারই পুনরাবৃত্তি ঘটেছে জুলাই-২৪ এ আবু সাঈদের সুপ্রিম সেক্রিফাইসের মাধ্যমে। যে কারণে আবু সাঈদকে সারাজীবন শ্রদ্ধার সঙ্গে বাঙালি জাতি স্মরণ করবে। এর আগে রংপুর আদালত পরিদর্শন করেন প্রধান বিচারপতি।