আবু সাঈদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদনে বেরোবির শিক্ষার্থীদের অনাস্থা

২ সপ্তাহ আগে
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান তরে সঠিক তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ গেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


এ সময় লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা তাদের দাবি উপস্থাপন করেন।


বক্তব্যে বেরোবির শিক্ষার্থী ও আবু সাঈদ হত্যা মামলার অন্যতম সাক্ষী শাহরিয়ার সোহাগ বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি যৌক্তিক আন্দোলনে অংশগ্রহণকালে পুলিশের বর্বর গুলিবর্ষণের শিকার হন। ওই ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ শহীদ হন এবং শতাধিক শিক্ষার্থী গুরুতর আহত হন। এই নির্মম পুলিশি হামলার চিত্র শুধুমাত্র বাংলাদেশের জনগণ নয়, সারা বিশ্ব প্রত্যক্ষ করেছে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক আয়োজিত প্রতিটি সংবাদ সম্মেলনে পরিকল্পিতভাবে পুলিশের সম্পৃক্ততার বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে। একইসঙ্গে তুলনামূলক কম অপরাধীদের অভিযুক্ত করে উপস্থাপন করা হচ্ছে। ফলে মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতাদের দায়মুক্তির সুযোগ সৃষ্টি করা হচ্ছে।


তিনি আরও বলেন, বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি তদন্ত প্রতিবেদন সম্পর্কিত সংবাদ সম্মেলন করে ৩০ জন ব্যক্তির সম্পৃক্ততার কথা উল্লেখ করেছে। তবে পূর্বের ধারাবাহিকতায় এবারও তারা কোনো পুলিশ সদস্যের নাম উল্লেখ করেননি। বরং
একটি প্রশাসনিক অবহেলার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে অভিযুক্ত করেছেন, যা আমাদের কাছে প্রক্রিয়াগত বিচ্যুতি ও প্রহসনের শামিল।


এছাড়া, ২৩ জুন নির্ধারিত গণশুনানির পূর্ব ঘোষণা থাকলেও ট্রাইব্যুনালের একটি বিশেষ টিম রংপুরে এসে অজ্ঞাত কারণে সেই গণশুনানি বাতিল করে এবং তড়িঘড়ি করে প্রতিবেদন জমা দেয়ার প্রক্রিয়ায় এগিয়ে যায়। এ আচরণ তদন্তের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।


আরও পড়ুন: আবু সাঈদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে


এ সময় প্রকৃত দায়ীদের, বিশেষত যাদের নির্দেশে এই গুলিবর্ষণ ও হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে- তাদের আইনের আওতায় এনে প্রকৃত বিচারের প্রতিফলন নিশ্চিত প্রক্রিয়ার যথাযথ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি আহ্বান জানান বেরোবির এই শিক্ষার্থী।


পরে বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের শিক্ষার্থী আশিকুজ্জামান আশিক ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে রংপুরে আবু সাঈদ হত্যার ঘটনাস্থলে এসে ওই মামলার সাক্ষী, সহযোদ্ধা এবং সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে গণশুনানির আয়োজন করে সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে। সেইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে।’


এর ব্যতিক্রম কিছু হলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী-শিক্ষক মিলে আবু সাইদের বিশ্ববিদ্যালয় থেকে আবারও কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারিও দেন তিনি।


উল্লেখ, গত কয়েকদিন দিন ধরে আবু সাঈদ হত্যা মামলার সঠিক তদন্ত ও এ মামলায় বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে অন্তর্ভুক্তির প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ ও সমাবেশ করে আসছে শিক্ষার্থীরা।

]]>
সম্পূর্ণ পড়ুন