আবাহনীকে রুখে দিলো ফর্টিস, কিংস-ব্রাদার্সের বড় জয়

১ সপ্তাহে আগে
বিদেশি কোনও ফুটবলার নেই, দেশি ফুটবলারদের ওপরেই ভরসা। দেশি খেলোয়াড়দের নিয়ে শুরুটা অবশ্য বেশ ভালোই করেছিল আবাহনী লিমিটেড। তবে নতুন বছরের শুরুতেই খেতে হলো হোঁচট। শুক্রবার (৩ জানুয়ারি) বসুন্ধরা কিংস অ্যারেনায় আবাহনীকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে ফর্টিস এফসি। দিনের আরেক ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। অন্যদিকে বাংলাদেশ পুলিশকে ৫-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস।

এ দিন শুরু থেকেই উজ্জীবিত ফুটবল খেলতে থাকে ফর্টিস এফসি। অন্যদিকে পুরো ম্যাচে জ্বলে ওঠতে পারেনি আবাহনী। নতুন বছরের শুরুটা খুব একটা ভাল হলো না আকাশি-নীল জার্সিধারীদের। শেষ পর্যন্ত ফর্টিস এফসির সঙ্গে গোলশূন্য ড্রয়ে পয়েন্ট ভাগাবাগি করতে হলো তাদের। চলতি মৌসুমে এই প্রথম পয়েন্ট ভাগাভাগি করলো মারুফুল হকের দল। 

 

ড্র করেও টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে আবাহনী। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ১৩। এক ম্যাচ কম খেলা মোহামেডান আছে টেবিলের শীর্ষে, তাদের পয়েন্ট ১৫। 

 

ম্যাচের প্রথম মিনিটেই উত্তাপ ছড়ায় ফর্টিস। মোহাম্মদ আব্দুল্লাহ’র জোরাল শট আঙুলের টোকায় কর্নারের বিনিময়ে ফেরান মিতুল। প্রথমার্ধের শেষ দিকে জয়ের ক্রসে আব্দুল্লাহ বক্সে ঢুকে জোরাল শট নেন, সেটিও আটকে দেন মিতুল। 

 

আরও পড়ুন: জানুয়ারির দলবদল নিয়ে কিছু বলতে চান না আনচেলত্তি

 

৬৭তম মিনিটে প্রথম উল্লেখ করার মতো আক্রমণ শাণায় আবাহনী। কিন্তু বক্সের বাইরে থেকে মাহাদি ইউসুফের বাম পায়ের জোরাল শট দ্বিতীয় প্রচেষ্টায় গ্লাভসে জমান গোলকিপার সারোয়ার জাহান। তা ছাড়া পুরো ম্যাচেই নিষ্প্রভ ছিল আবাহনী।  

 

৭২তম মিনিটে বড় বাঁচা বেঁচে যায় আবাহনী। বদলি নেমে শওকত হোসেন সতীর্থের ক্রসের নিয়ন্ত্রণ নিতে গেলে তার বুটে লেগে বল লাফিয়ে ওঠে, তখন তিনি হেড করেন। সেটাও ফিস্ট করে ফিরিয়ে দেন মিতুল। 

 

দিনের আরেক ম্যাচে মুন্সীগঞ্জে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তারা আছে চতুর্থ স্থানে। ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।

 

আরও পড়ুন: আবারও বাফুফের সঙ্গে যুক্ত হলেন সাফজয়ী কোচ গোলাম রব্বানী

 

অন্যদিকে ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশকে ৫-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। ম্যাচে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ফুটবলার ফার্নান্দেজ। জালের দেখা পেয়েছেন মজিবর রহমান জনি, রাকিব হোসেন ও মিগেল ফেরেইরা। এ নিয়ে দুই ম্যাচ পর লিগে জয়ের দেখা পেল কিংস। ছয় ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে তারা আছে পঞ্চম স্থানে। টানা তিন ম্যাচ হারা পুলিশের পয়েন্ট ৬। 

 

এদিন ম্যাচের মাত্র দশম মিনিটেই এগিয়ে যায় কিংস। ফয়সাল আহমেদ ফাহিমের লম্বা আড়াআড়ি ক্রসে ফার্নান্দেজ দারুণ প্লেসিংয়ে গোল করেন। ১৩ মিনিটে ইসা ইজহারের লম্বা পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নেন জনি। পরে বুলেট গতির কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন এই মিডফিল্ডার। ৩৭ মিনিটে ফাহিমের শট গোলরক্ষক প্রথম দফায় প্রতিহত করলেও পরের দফায় নাগালে পাননি। ফার্নান্দেজ ফিরতি বল ধরে জালে জড়ান।

 

দ্বিতীয়ার্ধের শুরুতে আরও একটি গোল করে বসুন্ধরা কিংস। জানির ক্রসে বল জালে জড়ান রাকিব। ৭৪ মিনিটে আল-আমিনের স্পট কিক আটকে দেন মেহেদী হাসান শ্রাবণ। শেষদিকে অতিরিক্ত যোগ করা সময়ে গোল করেন মিগেল। 

]]>
সম্পূর্ণ পড়ুন