সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে আকস্মিক ট্রান্সমিটার বিস্ফোরণ ঘটে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ বিভাগের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে মাধবপুর ও শায়েস্তাগফোয়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
মাধবপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ রাকিবুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এই বিস্ফোরণের কারণ হিসাবে ট্রান্সফরমারের ত্রুটির কারণেই এমনটা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আবুল হাসান জানান, পুড়ে যাওয়া ট্রান্সমিটার এর লাইন বিচ্ছিন্ন করে হয়তো কিছু কিছু এলাকায় স্বল্প সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ করা যাবে। তবে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ সচল হতে সময় থাকবে।
আরও পড়ুন: বিদ্যুৎ বিভাগের ‘ঘুম ভাঙে না’, এলাকাবাসী জেগে থাকে আতঙ্কে
এর আগে গত বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জের শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে আকস্মিক ট্রান্সমিটার বিস্ফোরণ ঘটে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। যার ফল শ্রুতিতে পুরো জেলা প্রায় ১৫ ঘণ্টা বিদ্যুৎ বিহীন ছিল।