কিং আবদুল আজিজ স্টেডিয়ামে প্রথমার্ধে দুই দলই এলোমেলো ফুটবল খেলে। দুই দলই তেমন কোনো সুযোগও তৈরি করতে পারেনি। তবে দ্বিতীয় হাফের শুরুতেই গোলের দেখা পায় আল নাসর। আর গোলের শুরুটা করেন ক্রিস্টিয়ানো রোনালদো।
৪৮তম মিনিটে অ্যাঞ্জেলোর ক্রস থেকে দারুণ এক হেড করে গোল করেন পর্তুগিজ মহাতারকা। চলতি মৌসুমে এটি রোনালদোর ১৭তম গোল। লিগে শীর্ষ গোলদাতাও তিনি। তার পাশাপাশি ক্যারিয়ারের ৯২৫তম গোল এটি রোনালদোর। এক হাজার গোলের মাইলফলকের দিকে আরও এগিয়ে যাচ্ছেন সিআরসেভেন।
আরও পড়ুন: রোনালদোর নিজেকে সেরা দাবি করা নিয়ে মুখ খুললেন বেনজেমা
এরপর দুই দলই ছোট ছোট আক্রমণ করে, তবে গোলের দেখা পায়নি। ম্যাচে বাড়ানো সময়ে পেনাল্টি পায় আল নাসর। তবে নিজে গোল না করে সাদিও মানেকে পেনাল্টি নিতে দেন। যা ভুল করেননি সাবেক লিভারপুল তারকা। আর এতে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।
২২ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আল নাসর। আর শীর্ষে থাকা আল ইতিহাদের পয়েন্ট ২১ ম্যাচে ৫৫। ২২ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে আল হিলাল।