আবারও বড় জয় ইউনাইটেডের, ৪১ বছর পর ফাইনালে টটেনহ্যাম

২১ ঘন্টা আগে
প্রথম লেগে ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে বড় ব্যবধানে হেরেই সেমি থেকে ছিটকে যাওয়ার আশঙ্কায় ছিল স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের। দ্বিতীয় লেগেও কোনো সুবিধা করতে পারেনি তারা। স্প্যানিশ ক্লাবটিকে আবারও বড় ব্যবধানে হারিয়ে ২০২১ সালের পর আবারও টুর্নামেন্টটির ফাইনালে উঠলো ম্যানচেস্টার ইউনাইটেড। এদিকে রাতের আরেক সেমিফাইনালে নরওয়ের ক্লাবকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যাম।

ম্যানচেস্টার ইউনাইটেড ৪-১ অ্যাথলেটিক বিলবাও

প্রথমে তিন গোল শোধ দেয়ার মানুষিকটা নিয়ে ওল্ড ট্রাফোর্ডে এসেছিল বিলবাও। শুরুটাও ভালো করেছিল তারা। ম্যাচের ৩১তম মিনিটে জাউরেগিজার সফরকারীদের এগিয়ে দেন। এই লিড নিয়ে এগিয়ে যেতে থাকে তারা। তবে ম্যাচ শেষের বিশ মিনিট আগে চার গোল হজম করে স্প্যানিশ ক্লাবটি।


গোলের শুরুটা করেন মাউন্ট। ৭২তম মিনিটে ইয়োরোর পাস থেকে গোল করে ম্যাচে সমতায় ফেরান এই ইংলিশ তারকা। তার ৭ মিনিট পরই আবারও ইউনাইটেডের গোল। এবারের গোলস্কোরার ক্যাসিমিরো। ফার্নান্দেজের ফ্রি কিক থেকে হেডে গোল করেন এই ব্রাজিলিয়ান। ৮৫ মিনিটে হইলুন্দ এবং ম্যাচে বাড়ানো সময়ের প্রথম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন মাউন্ট।


আরও পড়ুন: সমর্থকদের তোপের মুখে ইনস্টাগ্রামের কমেন্ট বক্স বন্ধ করলেন আরাউহো 


২০২১ সালের পর আবারও ইউরোপা লিগে ফাইনালের টিকিট কাটল ইউনাইটেড। সেবার স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের কাছে হেরেছিল তারা। তবে ২০১৭ সালে একবার ইউরোপা লিগের শিরোপা জিতেছে রেড ডেভিলসরা।


বোডো/গ্লিম্ট ০-২ টটেনহ্যাম

প্রথম লেগে ৩-১ গোলে এগিয়ে ছিল টটেনহ্যাম। ফলে এই ম্যাচে তেমন চাপ ছিল না তাদের। দ্বিতীয় লেগেও সহজেই জয় পেয়েছে পোস্টেকোগ্লোর দল। প্রথম হাফে কোনো গোল হয়নি। তবে ৬৩ থেকে ৬৯তম মিনিটে দুই গোল করে ইংলিশ ক্লাবটি। টটেনহ্যামের হয়ে গোল করেন পোররো এবং সোলানকি।

May be an image of 5 people, people playing soccer, people playing football and textফাইনাল নিশ্চিতের পর উল্লাসে মাঠে পুরো টটেনহ্যাম দল।


ইউরোপা লিগের সর্বপ্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছিল টটেনহ্যাম। ১৯৭২ সালের পর ১৯৮৪ সালেও একবার এই টুর্নামেন্ট জিতেছিল স্পারসরা। মাঝে ১৯৭৪ সালে রানার্স আপ হয়েছিল তারা। ফলে ৪১ বছর পর ইউরোপা লিগের ফাইনালে উঠলো টটেনহ্যাম।  

]]>
সম্পূর্ণ পড়ুন