আবারও বাফুফের সঙ্গে যুক্ত হলেন সাফজয়ী কোচ গোলাম রব্বানী

১ সপ্তাহে আগে
আবারও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে যুক্ত হলেন সাফজয়ী কোচ গোলম রব্বানী ছোটন। আগামী এক বছরের জন্য তাকে বাফুফের ইয়ুথ ডেভেলপমেন্ট ও এলিট একাডেমির প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে ফেডারেশন।

অনেক রাগ, ক্ষোভ ও অভিমান নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন গোলাম রব্বানী ছোটন। স্বাধীনভাবে কাজ না করতে পারার আক্ষেপ নিয়ে ২০২৩ সালের মাঝামাঝি সময়ে ছাড়েন নারী দলের দায়িত্ব। প্রায় দেড় বছর পর আবারও নতুন দায়িত্ব নিয়ে ফুটবল ফেডারেশনে এলেন ছোটন।


আরও পড়ুন: মার্চেই ভারতের বিপক্ষে অভিষেক হামজার!


নারী দলের বর্তমান কোচ পিটার বাটলারের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বেশ কয়েকদিন ধরে ফুটবল পাড়ায় গুঞ্জন নারী দলের কোচ হয়েই ফুটবল ফেডারেশনে ফিরছেন গোলাম রব্বানী ছোটন। তবে শেষ পর্যন্ত নতুন দায়িত্ব নিয়ে বাফুফেতে ফিরেছেন সাফজয়ী কোচ। আগামী এক বছরের জন্য তাকে নিয়োগ দেয়া হয়েছে বাফুফের হেড অব ইয়ুথ ডেভেলপমেন্ট ও এলিট একাডেমির প্রধান হিসেবে।


আরও পড়ুন: ২৫ বছরের জন্য এমএ আজিজ স্টেডিয়াম বাফুফের


২০০৮ সালে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছিলেন গোলাম রব্বানী। এরপর দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন নারী ফুটবল দলের সঙ্গে। এবার নতুন চ্যালেঞ্জের মুখে সাফজয়ী কোচ। সেখানেও দিতে চান নিজের সর্বোচ্চটা। এলিট একাডেমির দায়িত্ব ছাড়াও বিসিএল, বয়সভিত্তিক দুটি সাফ ও একটি এএফসি টুর্নামেন্ট পাবেন গোলাম রব্বানী ছোটন।

]]>
সম্পূর্ণ পড়ুন