আইসিসির নিয়মানুযায়ী, কোনো স্বীকৃত পরীক্ষাগার থেকে বোলিং অ্যাকশন পরীক্ষা দেয়ার পরে অবৈধ প্রমাণিত হলে, সংশ্লিষ্ট ফেডারেশন যে সিদ্ধান্ত নিবে সেটাই আন্তর্জাতিক ও অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টে কার্যকর হবে। এই নিয়মের কারণেই সব ধরনের টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ হয়েছে সাকিবের বোলিং। রোববার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।
বোলার হিসেবে খেলতে না পারলেও অলরাউন্ডার হওয়ায় সাকিব খেলতে পারবেন ব্যাটার হিসেবে। শ্রীলঙ্কায় চলমান লঙ্কা প্রিমিয়ার লিগে তিনি ইতোমধ্যে এই ভূমিকায় দুই ম্যাচ খেলেছেন। তবে বোলার সাকিবেরও ফিরে আসার পথ একদমই বন্ধ হয়ে যায়নি। সেক্ষেত্রে সাকিবকে দিতে হবে আবার পরীক্ষা।
আরও পড়ুন: ম্যাচের আগের দিন টি-টোয়েন্টি দলে ডাক পেলেন নাহিদ রানা
নিয়মানুযায়ী নিষেধাজ্ঞা খেলোয়াড় তার বোলিং অ্যাকশনের পরীক্ষা আবারো দিতে পারবেন, যেটা একই ক্রিকেট ফেডারেশনের দ্বারা স্বীকৃত পরীক্ষাগারে হতে হবে। অর্থাৎ আইসিসি স্বীকৃত হতে হবে। এই পরীক্ষায় উতরাতে পারলে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই তিনি আবার ঘরোয়া এবং আন্তর্জাতিক অঙ্গনে বোলিং করতে পারবেন।
জানা গেছে, শিগগিরই আইসিসি অনুমোদিত পরীক্ষাগার ভারতের শ্রী রামাচন্দ্র ইউনিভার্সিটি চেন্নাইয়ে আবারো পরীক্ষা দেবেন সাকিব। বিসিবির বিবৃতিতেও এরকম কিছুর ইঙ্গিত দেয়া হয়েছে। এবারের পরীক্ষায় পাশ করে গেলে পুরোপুরি অলরাউন্ডার হিসেবে আবার খেলতে পারবেন সাকিব।