ব্র্যাডম্যানের যেই 'ব্যাগি গ্রিন' এবার নিলামে উঠতে যাচ্ছে অনেকের মতে এই ক্যাপটি পরে ১৯৪৭–৪৮ মৌসুমে অস্ট্রেলিয়ায় শেষ সিরিজ খেলেছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, বিশ্ববিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান বোনহামসের মাধ্যমে ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিনটা আগামী সপ্তাহে নিলামে তোলা হবে।
এটি বোনহামসের সিডনি কার্যালয়ে রাখা থাকবে, যার সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ৩ লাখ ৯০ হাজার অস্ট্রেলিয়ান ডলার (৩ কোটি ৩ লাখ টাকা)।
আরও পড়ুন: বুমরাহ সর্বকালের সেরাদের একজন হবেন: হেড
এর আগেও ব্র্যাডম্যানের একটি ব্যাগি গ্রিন নিলামে তোলা হয়েছিল। ব্র্যাডম্যানের অভিষেক ক্যাপটি কিনে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার ধনকুবের পিটার ফ্রিডম্যান। ২০২০ সালে ৪ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলারে (৩ কোটি ৪৯ হাজার টাকা) বিক্রি হয়েছিলো ব্র্যাডম্যানের ক্যাপটি।
ব্র্যাডম্যান ভারতের বিপক্ষে ঘরের মাঠে শেষ ম্যাচ খেলছিলেন। সেই সিরিজে তার ব্যাট থেকে এসেছিল ৭১৫ রান, যেখানে গড় ছিল ১৭৮.৭৫। সিরিজ শেষে তিনি ব্যাগি গ্রিনটা উপহার দেন ভারতীয় দলের ব্যবস্থাপক পঙ্কজ গুপ্তকে। সেখান থেকেই ব্যাগি গ্রিনটি হাত বদলাতে বদলাতে ২০০৩ সালে প্রথমবারের মতো নিলামে উঠেছিল।