আবারও টালিউডে ধর্মঘট পরিচালকদের, মুখ খুললেন ফেডারেশন সভাপতি

৪ সপ্তাহ আগে
অনির্দিষ্টকালের জন্য আবারও কর্মবিরতির ডাক দিয়েছে টালিপাড়ার পরিচালকদের সংগঠন ডিরেক্টর্স গিল্ড। সংগঠনটির সভাপতি সুব্রত সেন এবং সম্পাদক সুদেষ্ণা রায় জানান, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) থেকে শুটিং ফ্লোরে যাচ্ছেন না পরিচালকরা। এ প্রসঙ্গে মুখ খুলেছেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, তিন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায় এবং শ্রীজিৎ রায়কে অসঙ্গতির কারণ দেখিয়ে ‘নিষিদ্ধ’ ঘোষণার পরেই কর্মবিরতির এ ডাক দেন পরিচালকরা।

 

গত বছর জুলাইয়ে টেকনিশিয়ান ইস্যুতে ধর্মঘট ডাকার পর চলতি বছর আবারও পরিচালকদের ধর্মঘট ডাক দেয়ার ঘটনা ঘটলো। এতে ক্ষোভ প্রকাশ করেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। তিনি জানান, ফেডারেশনের সঙ্গে কোনও রকম আলোচনা না করেই কর্মবিরতির ডাক দিয়েছেন পরিচালকরা।

 

পরিচালকদের ওপর ক্ষোভ প্রকাশ করে ফেডারেশন সভাপতি স্বরূপ বলেন, টালিপাড়ার যেকোনও কর্মবিরতির বিপক্ষে ফেডারেশন। কারণ কর্মবিরতির মানেই সিনেমা ও সিরিয়ালের শুটিং ব্যাহত হওয়া।

 

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, পরিচালকরা আমাদের কাজের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু তাদেরও আগে নিজেদের কাজের এক্তিয়ার বোঝা উচিত। ফেডারেশন এই ধরনের ঘটনা মেনে নেবে না। গতবছর মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিচালকদের কর্মবিরতির অবসান হয়। বিষয়টির সমাধানে অনেকে সরকারি হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছেন। যে কোনও রকম আলোচনায় আমাদের ডাকা হলে আমরাও উপস্থিত থাকার জন্য প্রস্তুত আছি।

 

আরও পড়ুন: মা-বাবা হলেন রূপসা-সায়নদ্বীপ

 

ফেডারেশন সভাপতি স্বরূপ আরও বলেন, আমাদের ২৮টি গিল্ডের মধ্যে অন্যতম ডিরেক্টর গিল্ড। আমরা যে কোনও সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে প্রস্তুত। কিন্তু আমাদের কিছু না জানিয়েই পরিচালকরা কর্মবিরতির ঘোষণা করেছেন, যা অনুচিত।

 

আরও পড়ুন: দীর্ঘ ১৫ বছর পর বাংলা সিনেমায় রাভিনা!

 

এদিকে কর্মবিরতি ডাকার প্রথম দিনেই শুক্রবার (৭ ফেব্রুয়ারি) টালিপাড়ার বিভিন্ন শুটিং ফ্লোর ঘুরে দেখেন ফেডারেশন সভাপতি স্বরূপ। এরপর তিনি সংবাদমাধ্যমে বলেন, পরিচালকরা কর্মবিরতি ডাক দিলেও কিছু কিছু ফ্লোরে শুটিং হচ্ছে। আবার অনেক শুটিং ফ্লোরে ইচ্ছা করে কাজ দেরিতে শুরু করা হয়েছে। এতে ইন্ডাস্ট্রির আর্থিক ক্ষতি হচ্ছে। যা মেনে নেয়া যায় না। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন