আবারও ক্যানসারে আক্রান্ত আয়ুষ্মান খুরানার স্ত্রী

১ সপ্তাহে আগে
বলিউডের জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা। তার স্ত্রী নির্মাতা তাহিরা কাশ্যপ আবারও ক্যানসারে আক্রান্ত হয়েছেন। এর আগে প্রথমবার ২০১৮ সালে স্তন ক্যানসারে আক্রান্ত হন তিনি।

আবারও ক্যানসার ফিরে আসা নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন অভিনেতার স্ত্রী তাহিরা। স্ত্রীর এমন খবরে বিষণ্ন হয়ে পড়েছেন আয়ুষ্মান খুরানা।


ইনস্টাগ্রামে দেয়া সেই পোস্টে তাহিরা লিখেছেন, ‘সাত বছর ধরে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে গিয়েছি। এবার পরীক্ষার পর দ্বিতীয়বারের মতো এটার (ক্যানসার) অস্তিত্ব পেয়েছি।’


বেশ কিছু হ্যাশট্যাগ দিয়ে তিনি লেখেন, ‘#নিয়মিত স্ক্রিনিং #ম্যামোগ্রাম #স্তনক্যান্সার #একবারেরও। আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। আসুন আমরা নিজেদের যত্ন নেয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করি।’

 

আরও পড়ুন: সিআইডি’তে আর দেখা যাবে না এসিপি প্রদ্যুমনকে!


স্ত্রীর সেই পোস্টে আয়ুষ্মান লিখলেন, ‘আমার হিরো’। সঙ্গে লাল হৃদয় এবং একটি অশ্রুসজল ইমোজি।


তাহিরার এই কঠিন সংগ্রামে স্বামী আয়ুষ্মান তো রয়েছেনই, পাশে রয়েছে বলিউডও। প্রযোজক গুণীত মোঙ্গা কমেন্টে লিখেছেন, ‘ভালোবাসি তোমাকে। এই সময়টাও পেরিয়ে যাবে। লড়াই জিতে ফিরে আসবে তুমি।’


আর এক ক্যানসার বিজয়ী অভিনেত্রী সোনালি বেন্দ্রেও তাহিরাকে তার ভালোবাসা জানিয়ে লিখেছেন, ‘কিছু বলার নেই। অনেক ভালবাসা পাঠালাম। আমার প্রার্থনা রইল তোমার জন্য’।

 

আরও পড়ুন: মা হারালেন অভিনেত্রী জ্যাকুলিন

 

২০১৮ সালে স্তন ক্যানসারে আক্রান্ত হন তাহিরা। কেমোথেরাপি চলার সময় ন্যাড়া মাথার ছবি দিয়ে সে কথা নিজেই অনুসারীদের জানিয়েছিলেন তিনি। এরপর বিভিন্ন সময়ে ক্যানসার নিয়ে সচেতনতা তৈরি করতে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তাহিরা।

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন