আফ্রিকা থেকে সবার আগে বিশ্বকাপে মরক্কো

১ সপ্তাহে আগে
আফ্রিকার প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল মরক্কো। এবারের বাছাই পর্বে প্রথম আফ্রিকান দল হিসেবে আগামী বছর যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করলো অ্যাটলাস লায়নরা।

গতকাল (৫ সেপ্টেম্বর) রাতে রাবাতে ১০ জনের দলে পরিণত হওয়া নাইজারকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে প্রথম আফ্রিকান দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে মরক্কো। জিতলেও বিশ্বকাপে জায়গা নিশ্চিত এমন সমীকরণ সামনে রেখে খেলতে নেমে নাইজারের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়েছে অ্যাটলাস লায়নরা। দুই ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আশরাফ হাকিমি-ব্রাহিম দিয়াজরা।


এদিন ২৬তম মিনিটে নাইজারের আব্দুল-লতিফ গুমে  দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় তারা। এর তিন মিনিট পর ইউসুফ বেল্লামারির ক্রস থেকে ইসমায়েল সাইবারি গোল করে মরক্কোকে এগিয়ে নেন।


বিরতির আগেই সাইবারি হাকিমির নিচু ক্রস থেকে আরেকটি গোল করেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই আয়ুব এল কাবি বেল্লামারির আরেকটি নিখুঁত ডেলিভারি থেকে তৃতীয় গোল যোগ করেন।


আরও পড়ুন: ফ্রান্সের হয়ে খেলতে নেমে চোট দেম্বেলের, ক্ষুব্ধ পিএসজি


সাবেক রেঞ্জার্স ফরোয়ার্ড হামজা ইগামানে বদলি হিসেবে নেমে একটি দুর্দান্ত কর্নার থেকে নিজের প্রথম আন্তর্জাতিক গোল করেন। পরে আজেদ্দিন উনাহি বাঁকানো শটে গোল করে জয় বড় করেন।


মরক্কোর জন্য সন্ধ্যাটা দারুণ ছিল। নবনির্মিত প্রিন্স মৌলাই আবদেল্লাহ স্টেডিয়ামে তারা সমর্থকদের দারুণ ম্যাচ উপহার দিয়েছে। এই মাঠেই আগামী জানুয়ারিতে আফ্রিকান কাপ অব নেশন্স ফাইনাল অনুষ্ঠিত হবে এবং ২০৩০ বিশ্বকাপে সহআয়োজক হিসেবেও ম্যাচ আয়োজনে ব্যবহার করা হবে।


আফ্রিকা অঞ্চলের বাছাই পর্ব পেরিয়ে আরও আটটি দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি আটলাস লায়ন্সদের সঙ্গে ২০২৬ বিশ্বকাপে যোগ দেবে, আর চারটি সেরা রানার্স-আপ দল আন্তঃমহাদেশীয় প্লে-অফ খেলে মূল টুর্নামেন্টে সুযোগ পেতে লড়বে।


আফ্রিকার আরেক ফেবারিট মিশরও বিশ্বকাপে খেলা প্রায় নিশ্চিত করে ফেলেছে। মোহামেদ সালাহ ও ওমর মারমুশের পেনাল্টি থেকে করা গোলে তারা ইথিওপিয়াকে ২-০ গোলে হারিয়েছে।


লিভারপুল ফরোয়ার্ড সালাহ প্রথমার্ধের বিরতির চার মিনিট আগে পেনাল্টি থেকে গোল করেন, ট্রেজেগেকে ফাউল করার পর সুযোগটি আসে। পরে প্রথমার্ধের ইনজুরি টাইমে হ্যান্ডবলের কারণে আরেকটি পেনাল্টি পায় মিশর, যা ম্যানচেস্টার সিটির মারমুশ গোল করেন।


গ্রুপ এ-তে ফারাওরা এখন পাঁচ পয়েন্টে এগিয়ে। আগামী মঙ্গলবার তারা যদি প্রতিদ্বন্দ্বী বুর্কিনা ফাসোকে হারাতে পারে, তবে ২০১৮ সালের পর প্রথমবারের মতো আবারও বিশ্বকাপে ফিরবে মিশর।

 

আরও পড়ুন: ইকুয়েডরের বিপক্ষে কেমন হবে মেসিবিহীন আর্জেন্টিনার পরিকল্পনা

 

আফ্রিকার প্রথম দল হিসেবে মরক্কো বিশ্বকাপ নিশ্চিতের দিনে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে তিনদল–উরুগুয়ে, প্যারাগুয়ে এবং কলম্বিয়া। উরুগুয়ে ও প্যারাগুয়ে ২৪ পয়েন্ট নিয়ে আর কলম্বিয়া ২২ পয়েন্ট নিয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। 


আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হারা ভেনেজুয়েলার ১৮ পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার অপেক্ষা বাড়ছে শেষ ম্যাচ পর্যন্ত। এর আগে এই অঞ্চল থেকে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা, ইকুয়েডর এবং ব্রাজিল।  

]]>
সম্পূর্ণ পড়ুন