আফগানিস্তানের সাথে সম্পর্কের অবনতি নিয়ে কড়া বার্তা পাক প্রতিরক্ষামন্ত্রী আসিফের

১ সপ্তাহে আগে
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলেছেন, আফগানিস্তানের সাথে পাকিস্তানের সম্পর্কের অবনতি হচ্ছে, যা দ্বিপাক্ষিক সম্পর্কে আরও টানাপোড়েনের দিকে নিয়ে যেতে পারে। যা পাকিস্তান কখনও আশা করে না।

জিও নিউজের সাথে একান্ত আলাপকালে মন্ত্রী বলেন, আফগানিস্তানের সাথে সম্পর্ক কখনোই আদর্শ ছিল না। এ সময়  তিনি আরও দাবি করেন, আফগান মাটি থেকে পাকিস্তানে সন্ত্রাসবাদ রফতানি করা হচ্ছে।


আসিফ বলেন, পাকিস্তান ভালো প্রতিবেশীদের মতো সম্মান ও মর্যাদার সম্পর্ক চায়। সাক্ষাতকারে, আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ মোকাবেলায় আফগানিস্তানকে সহযোগিতা করার আহ্বানও জানান খাজা আসিফ।

 

আরও পড়ুন:ভারতের মাটি থেকে পাকিস্তানের উদ্দেশ্যে তালেবান মন্ত্রীর বার্তা


প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে ক্রমবর্ধমান ‘সন্ত্রাসী হামলার’ পটভূমিতে আফগানিস্তানের মাটি থেকে পরিচালিত ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোর’ বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নিতে  অনীহা দেখানোয়, ইসলামাবাদ এবং কাবুলের সম্পর্কে উত্তেজনা বেড়েছে। 


২০২১ সালে তালেবান শাসকরা আফগানিস্তানে ফিরে আসার পর থেকে, বিশেষ করে সীমান্তবর্তী প্রদেশ খাইবার পাখতুন খোয়া (কেপি) এবং বেলুচিস্তানে, সীমান্তবর্তী সন্ত্রাসী ঘটনা বেড়েছে বলেও প্রতিবদেনে বলা হয়।


দুই দেশের মধ্যে প্রায় ২,৫০০ কিলোমিটার বিস্তৃত সীমান্ত রয়েছে যার বেশ কয়েকটি ক্রসিং পয়েন্ট আছে। যা আঞ্চলিক বাণিজ্য এবং কাঁটাতারের উভয় পাশের জনগণের মধ্যে সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে তাৎপর্যপূর্ণ।

 

তবে, সন্ত্রাসবাদের বিষয়টি পাকিস্তানের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে রয়ে গেছে, যারা আফগানিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে যে, তাদের মাটি টিটিপির মতো গোষ্ঠীগুলোকে তাদের ভূখণ্ডের অভ্যন্তরে হামলা চালানোর জন্য ব্যবহার করা থেকে বিরত রাখতে।

 

তিনি আফগান সরকারকে সীমান্ত সিল করার এবং পাকিস্তানের উপর হামলার জন্য তার ভূখণ্ড ব্যবহার বন্ধ করার আহ্বান জানান।

 

আরও পড়ুন:পাকিস্তানে খাইবার পাখতুনখোয়ায় হামলায় ৭ পুলিশ সদস্য নিহত


এছাড়া আসিফ জোর দিয়ে বলেন, দেশপ্রেমিক পাকিস্তানিদের কোনো ক্ষতি হতে দেয়া হবে না।

 

]]>
সম্পূর্ণ পড়ুন