আফগানিস্তানে হামলার অভিযোগ অস্বীকার পাকিস্তানের

২ সপ্তাহ আগে
আফগানিস্তানে রাতভর বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, তালেবান সরকারের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, ‘পাকিস্তান আফগানিস্তানে হামলা করেনি। আফগান সরকারের অভিযোগ ভিত্তিহীন।’

 

পাকিস্তানের বিমান হামলায় শিশুসহ ১০ জন নিহত হয়েছে, তালেবান সরকারের এ অভিযোগের কয়েক ঘণ্টা পর পাকিস্তান  আইএসপিআরের মহাপরিচালক হামলার অভিযোগ অস্বীকার করলেন।

 

মঙ্গলবার সকালে তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, খোস্ত প্রদেশের গুরবুজ জেলায় একটি বাড়িতে সোমবার মধ্যরাতে পাকিস্তানি বাহিনী বোমা হামলা চালিয়েছে।

 

মুজাহিদ এক্স-এ একটি পোস্টে লিখেছেন, ‘পাকিস্তানি বাহিনী কাজী মীরের ছেলে ওয়ালিয়াত খানের বাড়িতে বোমা হামলা চালায়। হামলায় নয় শিশু (পাঁচ ছেলে এবং চার মেয়ে) এবং একজন নারী নিহত হন। এ সময় তার বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায়।’

 

আরও পড়ুন: তালেবান সরকারের দাবি / মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ৯ শিশুসহ নিহত ১০

 

মুজাহিদ আরও বলেন, ‘উত্তর-পূর্ব কুনার এবং পূর্ব পাকতিকা প্রদেশেও বিমান হামলা চালানো হয়েছে যাতে কমপক্ষে চারজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

 

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র বলেন, ‘পাকিস্তান সব আক্রমণ প্রকাশ্যেই করে এবং কখনও বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে না। আমরা একটি রাষ্ট্র এবং শুধুমাত্র একটি রাষ্ট্র হিসেবেই প্রতিক্রিয়া জানাই।’

 

তিনি আরও বলেন, পাকিস্তান আফগান জনগণের বিরুদ্ধে নয়, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে’। তিনি তালেবান সরকারকে একটি রাষ্ট্রের মতো সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান।

 

তিনি প্রশ্ন তুলে বলেন, ‘তালেবান সরকার যেন কোনো নন-স্টেট অ্যাক্টরের মতো আচরণ না করে। কতদিন তারা অন্তর্বর্তী সরকার হিসেবে থাকবে? আমাদের কাছে ভালো বা খারাপ তালেবান বলে কিছু নেই; সন্ত্রাসীদের মধ্যেও কোনো পার্থক্য নেই।

 

সূত্র: জিও নিউজ

]]>
সম্পূর্ণ পড়ুন