সোমবার (১৭ নভেম্বর) কাতারের দোহায় টসে জিতে আফগানিস্তানকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। শুরু থেকেই আফগানদের চাপে রাখেন টাইগার বোলাররা। প্রথম ওভারেই ওপেনার ইমরানকে ফেরান রিপন মন্ডল। ৩ বলে ৪ রান করে বিদায় নেন এই ব্যাটার। তিন নম্বরে নামা সেদিকউল্লাহ আতাল ফেরেন ৯ বলে ৮ রান করে। একই ওভারে নূর উল রহমানকেও সাজঘরে ফেরান রিপন মন্ডল। স্কোরবোর্ডে ১৬ রান জমা হতেই টপ-অর্ডারের ৩ ব্যাটারকে হারায় আফগানিস্তান।
এরপর ধুঁকতে ধুঁকতে এগিয়েছে আফগানদের ইনিংস। অধিনায়ক ডারউইশ রাসুলি এবং ইজাজ আহমেদজাই মিলে ইনিংস মেরামতের চেষ্টা করেন। কিছুটা ধীরগতিতে রান তুলতে থাকেন এই দুই ব্যাটার।
দলের ৩৬ রানের মাথায় আহমেদজাইকে ফেরান এসএম মেহেরব হোসেন। ২৬ বলে ১২ রানের টেস্ট মেজাজের ইনিংস খেলে বিদায় নেন আহমেদজাই। এরপর ৪ বলে ০ রান করা নানগোলিয়া খারোটেকে ফেরান মেহেরব।
আরও পড়ুন: মুশফিকের প্রশংসায় পঞ্চমুখ আয়ারল্যান্ডের কোচ
আফগানদের ১০০ রান ছোঁয়া নিয়েও ছিল শঙ্কা। ১৭ বলে ৬ রানের ইনিংস খেলা ফারমানউল্লাহকে ফেরান রাকিবুল হাসান। ২৮ বলে ২৭ রান করা অধিনায়ক ডারউইশ রাসুলিকে বিদায় করেছেন আবদুল গাফফার সাকলাইন।
পরে একই ওভারে এএম গাজানফার এবং আব্দুল্লাহ আহমেদজাইকে ফেরান রাকিবুল। খাদের কিনারায় চলে যায় আফগানিস্তান। বিলাল সামি রান আউট হলে ১৮.৪ ওভারে ৭৮ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।
বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন রিপন মন্ডল এবং রাকিবুল হাসান। ১৪ রান খরচায় ২ উইকেট নিয়েছেন মেহেরব হোসেন। ১ উইকেট তোলেন আবদুল গাফফার সাকলাইন।
আরও পড়ুন: ঘরের মাঠে ভারতের এই হার হজম করা যায় না: পূজারা
জবাব দিতে নেমে এদিন জ্বলে উঠতে পারেননি আগের ম্যাচে দারুণ এক সেঞ্চুরি হাঁকানো হাবিবুর রহমান সোহান। ১৩ বলে ১০ রান করে দলীয় ১৯ রানের মাথায় সাজঘরে ফেরেন সোহান। আরেক ওপেনার জিসান আলমও সুবিধা করতে পারেননি এদিন। ১৬ বলে ১০ রান করে দলীয় ২৪ রানের মাথায় বিদায় নেন এই ব্যাটার। এরপর জুটি বাঁধেন জাওয়াদ আবরার এবং মাহিদুল ইসলাম অঙ্কন। দুজনের সাবলীল ব্যাটিংয়ে এগিয়েছে বাংলাদেশের ইনিংস। আবরার এবং অঙ্কন এগিয়েছেন ঠান্ডা মাথার ব্যাটিংয়ে।
পরিস্থিতির দাবি মিটিয়ে রান তুলেছেন দুজন। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে ৩৯ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পায় ‘এ দল। ২২ বলে ২৪ রান করে শেষ পর্যন্ত টিকে ছিলেন জাওয়াদ আবরার। এছাড়া অঙ্কন অপরাজিত ছিলেন ৩০ বলে ২৭ রানের ইনিংস খেলে। আফগানিস্তানের হয়ে ৮ রান খরচায় ২ উইকেট শিকার করেছেন এএম গাজানফার।
২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে গেছে বাংলাদেশ ‘এ’ দল। টাইগারদের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। আর আফগানিস্তানের পরের ম্যাচে প্রতিপক্ষ হংকং। শ্রীলঙ্কা এবং আফগানিস্তান দুই দলের পয়েন্টই সমান ২ করে। নেট রান রেটে এগিয়ে থাকায় বর্তমানে ২ নম্বরে আছে লঙ্কানরা। গ্রুপের শীর্ষ ২ দল যাবে সেমিফাইনালে।
]]>
১ সপ্তাহে আগে
৪






Bengali (BD) ·
English (US) ·