আফগানিস্তান সিরিজেও অধিনায়ক জাকের, দলে ফিরেছেন সৌম্য

৩ দিন আগে
পাঁজরের ইনজুরির কারণে আফগানিস্তান সিরিজ থেকেই ছিটকে গেছেন লিটন দাস। তার বদলি হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন সৌম্য সরকার। লিটনের অবর্তমানে এশিয়া কাপের শেষ দুই ম্যাচের মতোই নেতৃত্ব সামলাবেন জাকের আলী অনিক।

রোববার (২৮ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। লিটন বাদে পুরো এশিয়া কাপের স্কোয়াডই আছে এই সিরিজের স্কোয়াডে।


এদিকে, লিটনের ইনজুরির আনুষ্ঠানিক একটি আপডেট জানিয়েছে বিসিবি। অধিনায়কের ইনজুরি নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, 'সাইড স্ট্রেইনের কারণে সে এশিয়া কাপের শেষ দুই ম্যাচ খেলতে পারেনি। এমআরআই স্ক্যানের মাধ্যমে জানা গেছে তার অ্যাবডোমিনাল মাংশপেশিতে গ্রেড ওয়ান ইনজুরি ধরা পড়েছে। সে এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে এবং টি-টোয়েন্টি সিরিজে থাকবে না। মেডিকেল বিভাগ তার পুনর্বাসন প্রক্রিয়া এগিয়ে নেবে এবং পর্যবেক্ষণ করবে।' 


আরও পড়ুন: লিটনের ইনজুরিতে কপাল খুলল সৌম্যর


বাংলাদেশের স্কোয়াড: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী (অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

]]>
সম্পূর্ণ পড়ুন