আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ফের সংঘর্ষ

১ সপ্তাহে আগে
আফগানিস্তান ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে ফের সংঘাত শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত থেকে কুররাম জেলায় এই সংঘাত শুরু হয়।

নিরাপত্তা সূত্র জানায়, সীমান্তবর্তী পাকিস্তানি অবস্থানগুলোতে আফগান তালেবান ও ফিতনা আল-খারিজ গোষ্ঠী বিনা উসকানিতে গুলি চালায়। জবাবে তীব্র এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় পাকিস্তানি সেনারা।  


পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, সংঘর্ষে একাধিক তালেবান পোস্টের ব্যাপক ক্ষতি হয় এবং তাদের অবস্থান থেকে আগুনের শিখা উঠতে দেখা যায়।

 

আরও পড়ুন:পাক-আফগান সংঘাত নিয়ে কী বললেন তালেবান মন্ত্রী

 

পাকিস্তান বাহিনীর পাল্টা গুলিবর্ষণে একটি তালেবান ট্যাঙ্ক ধ্বংস করা হয়। এক পর্যায়ে আক্রমণকারীরা তাদের পোস্ট ত্যাগ করে এলাকা থেকে পালিয়ে যেতে বাধ্য হয় বলেও জানানো হয়।


এদিকে, পাকিস্তানের বাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দেশের সীমান্তের প্রতিটি ইঞ্চি রক্ষা করতে প্রস্তুত বলেও জানানো হয়েছে।


সূত্রগুলো জানায়, পাকিস্তানের সশস্ত্র বাহিনী কুররাম সেক্টরে আরেকটি আফগান তালেবান পোস্ট এবং ট্যাঙ্ক পোস্ট ধ্বংস করে। এ সময় সেখানে বেশ কয়েকটি মৃতদেহ রেখে পালিয়ে যায় আফগান বাহিনী।


সূত্র মতে, সেনাবাহিনী এক ঘণ্টা মধ্যে শামশাদ পোস্টে আফগান তালেবানদের চতুর্থ ট্যাঙ্ক অবস্থান ধ্বংস করে দেয়। বড় সামরিক অভিযানের সময় ফিতনা আল-খাওয়ারিজের একজন গুরুত্বপূর্ণ কমান্ডার নিহত হন বলে জানা যায়।

 

এদিকে, আফগানিস্তানের খোস্ত প্রদেশের নার্গসার পোস্টে হামলায় বেশ কয়েকটি ট্যাঙ্ক অবস্থান ধ্বংস করা হয়। এতে তালেবান এবং ফিতনা আল খাওয়ারিজের একাধিক যোদ্ধা নিহত হয়েছেন। হামলার পর পোস্টটি এখন খালি রয়েছে।


শামশাদ পোস্ট ধ্বংস করার পর একই প্রদেশের অপর সেনা পোস্ট নার্গসার ধ্বংস করে পাকিস্তান। এই পোস্টটিতে ট্যাঙ্ক মোতায়েন করেছিল আফগান সেনারা। নার্গসার পোস্টে অন্তত ৪টি ট্যাঙ্ক ধ্বংস করা হয়। 

 

সংঘাতে আফগানিস্তানের চার পোস্টে বেশ কয়েকজন আফগান সেনা ও টিটিপি যোদ্ধা নিহত হওয়ার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। 

 

পাক সেনাবাহিনীর এক কর্মকর্তা জিও নিউজকে জানান, পাকিস্তানের হামলার সময় টিকতে না পেরে সেনা পোস্ট থেকে পালিয়ে গেছেন আফগান সেনারা।

 

আরও পড়ুন:পাকিস্তানের প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে মোদির প্রশংসা করলেন ট্রাম্প!

 

এর আগে গত ১১ অক্টোবর পাকিস্তানের কয়েকটি এলাকায় হামলা চালায় আফগান সেনাবাহিনী। তবে পাকিস্তানের সেনাবাহিনীও প্রস্তুত হয়ে ছিল। আফগানিস্তানের হামলার পরপরই পাল্টা জবাব দেয়া শুরু করে পাকিস্তান। সেই সংঘাতে ২ শতাধিক আফগান সেনা এবং পাকিস্তানের সেনাবাহিনীর ২৩ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে পাক সেনাবাহিনীর আন্তঃবাহিনী সংযোগ দফতর (আইএসপিআর)।

]]>
সম্পূর্ণ পড়ুন