আফগান সীমান্তে পাক নিরাপত্তা বাহিনীর অভিযান, নিহত ২৩

৩ দিন আগে
আফগান সীমান্তে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর পৃথক দুই অভিযানে অন্তত ২৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে নিহতদের ‘জঙ্গি’ বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। খবর আল জাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, বুধবার (১৯ নভেম্বর) খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররম জেলায় অভিযান চালানো হয়। অভিযানকালে সন্ত্রাসীদের সঙ্গে ‘তীব্র’ গুলি বিনিময় হয়। এতে ১২ সন্ত্রাসী নিহত। তবে কোনো সেনা নিহত হয়নি।

 

এরপর নিরাপত্তা বাহিনী একই এলাকার আলাদা স্থানে অভিযান চালায়। এতে আরও ১১ জন নিহত হয়। এর ফলে রাজধানী ইসলামাবাদে সন্ত্রাসী হামলার পর শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত ৩০ জনের বেশি সন্ত্রাসী নিহত হয়েছে।

 

আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের ‘জয়’ হয়েছে: মার্কিন কমিশন

 

গত ১১ নভেম্বর ইসলামাবাদে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। তাতে অন্তত ১২ জন নিহত এবং আরও ৩০ জন আহত হয়। কোনো প্রমাণ ছাড়াই পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ওই হামলার জন্য ভারতকে দায়ী করেন। অন্যদিকে আফগানিস্তানের দিকে ইঙ্গিত করেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।  

 

পাক সেনাবাহিনীর বিবৃতিতে দাবি করা হয়, নিহতরা পাকিস্তান তালেবান এবং এর সহযোগী গোষ্ঠীর সদস্য ছিল। তারা ভারতের সহায়তা পেয়ে হামলার পরিকল্পনা করছিল। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে এই এলাকা সীমান্তবর্তী জঙ্গিবাদের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করছে ইসলামাবাদ।

]]>
সম্পূর্ণ পড়ুন