এবারের আফ্রিকান কাপ অব নেশন্সে 'এফ' গ্রুপে ছিল গ্যাবন। তাদের গ্রুপে ছিল মোজাম্বিক, আইভরি কোস্ট এবং ক্যামেরুন। গ্রুপের সবকটি ম্যাচ হেরেছে গ্যাবন।
বুধবার (৩১ ডিসেম্বর) দেশটির ক্রীড়ামন্ত্রী সিমপ্লিস-দেজিরে মামবুলা বলেন, ‘আফকনে লজ্জাজনক পারফর্মেন্সের পর টেকনিক্যাল স্টাফ ভেঙে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ থাকবে জাতীয় দল আর পিয়ের-এমেরিক অবামেয়াং ও ব্রুনো একুয়েলেকে জাতীয় দলে নিষিদ্ধ করা হয়েছে।’
আরও পড়ুন: আর্জেন্টাইন তারকার দলবদলের বকেয়া অর্থ পরিশোধ না করায় শাস্তি ব্রাজিলের ক্লাবের
গ্রুপ পর্বে মোজাম্বিকের বিপক্ষে ৩-২ গোলে হারে গ্যাবন। সেই ম্যাচে ইনজুরিতে পড়ে ফ্রান্সে ফিরে যান দেশটির সেরা তারকা পিয়ের-এমেরিক অবামেয়াং। এরপর গ্যাবনের প্রেসিডেন্ট ব্রিস ক্লোতেয়ার অলিগুই এনগুয়েমা এক বিবৃতিতে সমালোচনা করেন দলের। তিনি বলেন, ‘এটি আমাদের জাতীয় পরিচয়কে হেয় করেছে।’
এদিকে দেশটির ফুটবলে সরকার হস্তক্ষেপ করায় আরও সমস্যায় পড়তে পারে গ্যাবন। ফিফার কাজে যেকোনো দেশের সরকার হস্তক্ষেপ করলে তা ভালো চোখে দেখা হয় না। এখন দেখার বিষয় ফিফা কি পদক্ষেপ নেয়।

১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·