আন্দোলনের মুখে যশোর মিনিবাস মালিক সমিতির সেক্রেটারির পদত্যাগ

১ সপ্তাহে আগে
আন্দোলনের মুখে পদত্যাগ করেছে যশোর মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা সাবেক ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে শহরের বকচরস্থ কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সমিতির নেতাকর্মীদের সামনে তিনি পদত্যাগ করেন। 


এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোরের যুগ্ম আহ্বায়ক শাহেদ মোহাম্মদ রিজভীর নেতৃত্বে  মিছিলসহকারে নেতাকর্মীরা জড়ো হন বাস মালিক সমিতির কার্যালয়ে। এসময় রিয়াদের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন তারা।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  গত মঙ্গলবার আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ এনে রিয়াদের অপসারণের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এদিন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রিয়াদকে অপসারণে আল্টিমেটাম দেন তারা। বুধবার পদত্যাগের কর্মসূচির অংশ হিসেবে বাস মালিক সমিতির কার্যালয়ে অবস্থান নেয়। অবস্থান কর্মসূচি চলাকালে অফিসের ভেতর থেকে ৮ থেকে ১০ জন অপরিচিত যুবক দেশীয় অস্ত্র নিয়ে অবস্থানকারীদের ওপর হামলার চেষ্টা করে। নেতাকর্মীরা তা প্রতিহত করে এবং একজনকে চাকুসহ আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়। এসময় আরও ২ থেকে ৩ জন পালিয়ে যায়। 

আরও পড়ুন: এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় সদস্য রিদওয়ান হাসান

পরে নেতাকর্মীদের তোপের মুখে আরিফুল ইসলাম রিয়াদ পদত্যাগপত্রে স্বাক্ষর করে সভাপতির কাছে জমা দেন। পরে অবস্থানকারীরা অফিস থেকে আনন্দ মিছিল বের করে।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের মুখপাত্র ফাহিম আল–ফাত্তাহ বলেন, ‘রিয়াদ আওয়ামী লীগের দোসর। ছাত্রজনতার গণঅভুস্থানের পর একজন দোসর এমন একটি গুরুত্বপূর্ণ জায়গার চেয়ারে থাকতে পারে না। তাই শিক্ষার্থীরা তাকে পদত্যাগ করানোর কর্মসূচি নেয়। আমরা শুনেছি রিয়াদ পদত্যাগ করেছে।’

আরও পড়ুন: পুলিশি হামলার প্রতিবাদে পঞ্চগড়ে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন

এ বিষয়ে সংগঠনটির আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘রিয়াদকে পদত্যাগ করানো আমাদের দলীয় কোনো সিদ্ধান্ত না। তবে তিনি আওয়ামী লীগের দোসর। স্বৈরাচারী দোসররা ৫ আগস্টের পর কোনো দপ্তরের চেয়ারে থাকবে না, সেটা আমাদের নীতিগত সিদ্ধান্ত ছিল।’


যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত বলেন, ‘মিনিবাস মালিক সমিতির কার্যালয়ের সামনে চাকুসহ এক বহিরাগত শ্রমিককে শিক্ষার্থীরা আটক করে পুলিশে দেয়। এরপর সেই যুবককে অস্ত্র আইনের মামলায় বিকালে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’ 

]]>
সম্পূর্ণ পড়ুন