আন্দোলনে হত্যাকাণ্ড: সোনাগাজীর যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

৪ সপ্তাহ আগে
ফেনীর সোনাগাজী পৌর যুবলীগের সভাপতি নাছির উদ্দিন অপু ও উপজেলা ছাত্রলীগরে সহ-সভাপতি আব্দুল জলিলকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে ঢাকা শাহজালাল বিমান বন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ নাছির উদ্দিন অপু এবং বিকালে সোনাগাজী উপজেলার চানমিয়ার দোকানের সামনে থেকে আব্দুল জলিলকে গ্রেফতার করে সোনাগাজী মডেল থানা পুলিশ।


গ্রেফতার নাছির উদ্দিন অপু উত্তর চরছান্দিয়া গ্রামের মৃত মৌলভি মফিজুর রহমান ছেলে এবং আব্দুল জলিল দক্ষিণ চর সাহাভিকারী গ্রামের নবী আলমের ছেলে।


পুলিশ জানায়, নাছির উদ্দিন অপু দেশের বাহিরে চলে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে ইমিগ্রেশন পুলিশ আটক করে বিমান বন্দর থানায় হস্তান্তর করে। আব্দুল জলিলকে স্থানীয় এলাকা থেকে গ্রেফতার করা হয়। উভয়ের বিরুদ্ধে ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও অস্ত্র মামলা রয়েছে।


আরও পড়ুন: আন্দোলনে প্রকাশ্যে অস্ত্র হাতে গুলি করা সেই ছাত্রলীগ নেতা রাশিয়ায়!


সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন্দ উভয়কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান।

]]>
সম্পূর্ণ পড়ুন