সেনাবাহিনী, র্যাব ও পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল মোমেনের আদালতে দস্তগীরকে তোলা হয়।
আরও পড়ুন: সিলেটে সাংবাদিক হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা সাদেক গ্রেফতার
তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মোরসালিন আদালতে সাত দিনের রিমান্ড চাইলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
১৯ জুলাই সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত হন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সিলেট প্রতিনিধি এটিএম আব আবু তুবার। এ ঘটনায় তুরাবের ভাই বাদি হয়ে সিলেট কোতোয়ালি থানায় দুটি মামলা করেন।
আরও পড়ুন: নড়াইলে সাংবাদিক, আওয়ামী লীগ নেতাকর্মীসহ ১৮ জন কারাগারে
এর আগে এ মামলায় এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (১৮ ডিসেম্বর) শেরপুর থেকে দস্তগীরকে গ্রেফতার করে পিবিআই।
]]>