মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ভিসি চত্বর, মহসিন হল প্রদক্ষিণ করে পুনরায় রাজু ভাস্কর্যের সামনে ফিরে আসেন ঢাবি শিক্ষার্থীরা।
এ সময়, তারা ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির তাজবির শিহান ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) মোহাম্মদ সীমান্ত, নারায়ণগঞ্জের রূপগঞ্জের লেক থেকে উদ্ধার হওয়া তরুণী সুজানার গুপ্ত হত্যার প্রতিবাদ ও বিচারের দাবি জানান।
ঢাবি শিক্ষার্থীরা জানান, ছাত্র-জনতার আন্দোলনে সীমান্ত ও শিহান দুজনই খুব সক্রিয় ছিলেন। শিক্ষার্থীরা বলেন, একজন-দুইজনকে গুপ্তহত্যা করে ছাত্রদের শেষ করা যাবে না। প্রশাসন এখনও নির্বিকার আছে উল্লেখ করে তাদেরকে হুঁশিয়ার করে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা।
আরও পড়ুন: আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা: প্রেস সচিব
গাজীপুরের কালিয়াকৈরে গত বৃহস্পতিবার ভোর ৫টার দিকে শিহানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। অন্যদিকে গত শনিবার নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারান এআইইউবির ছাত্র সীমান্ত। মাত্র দুইদিনের ব্যবধানে মঙ্গলবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ লেক থেকে সুজানা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ।