আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে ফ্রান্স-সৌদি: ম্যাক্রোঁ

১ সপ্তাহে আগে
সৌদি আরবের সঙ্গে মিলে আগামী কয়েক মাসের মধ্যে যৌথভাবে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে ফ্রান্স, যার লক্ষ্য ইসরাইল-ফিলিস্তিনি সংঘাতের দ্বি-রাষ্ট্র সমাধান এগিয়ে নেয়া।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সোমবার (৭ এপ্রিল) এ ঘোষণা দিয়েছেন।

 

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সাথে এক সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, ‘আমরা দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন নিয়ে কাজ করব, যা ফ্রান্স সৌদি আরবের সাথে যৌথভাবে আয়োজন করবে।’ 

 

আরও পড়ুন: গাজায় হত্যাযজ্ঞের মধ্যেই ইসরাইলি মন্ত্রীকে আতিথ্য দিলো আরব আমিরাত!

 

ম্যাক্রোঁ বলেন, কায়রোসহ আঞ্চলিক অংশীদারদের সাথে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে এই উদ্যোগটি বাস্তবায়ন করা হবে। 

 

এই অঞ্চলে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য একটি রাজনৈতিক সমাধানের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন ফরাসি প্রেসিডেন্ট।

 

তিনি আরও বলেন, ‘আমাদের বিশ্বাস, কেবলমাত্র রাজনৈতিক প্রতিক্রিয়াই গাজা এবং সমগ্র অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করবে এবং এই চেতনায় আমরা কাজ করব।’ 

 

আরও পড়ুন: লেবাননে হামলা: এবার হিজবুল্লাহ কমান্ডারকে হত্যা করল ইসরাইল!

 

গাজার পুনর্গঠনের প্রতিও নিজের সমর্থন ব্যক্ত করেন ইমানুয়েল ম্যাক্রোঁ।  

]]>
সম্পূর্ণ পড়ুন